পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

मखम *प्रिंटलहा 》é鲁 ভাওয়িকর বরদারাজ্যের চিত্রশালায় রক্ষিত রাষ্ট্ৰকুট-বংশীয় তৃতীয় ইঞ্জের দুইখানি তাম্রশাসনের পাঠোদ্ধারকালে প্রকাশ করিয়াছিলেন যে, তাহার জ্যেষ্ঠ ভ্রাতা অধ্যাপক yঐধর রামকৃষ্ণ ভাণ্ডারকরের নিকটে রাষ্ট্রকূটরাজ তৃতীয় গোবিদের পুত্র, প্রথম অমোঘবর্ষের একখানি অপ্রকাশিত তাম্রশাসন রক্ষিত আছে। ইহা হইতে অবগত হওয়া যায় যে, তৃতীয় গোবিন্দ যখন দিগ্বিজয় উপলক্ষে হিমালয় পৰ্ব্বতে গমন করিয়াছিলেন, তখন ধর্ম ও চক্রায়ুধ নামক রাজস্বয় তাহার নিকটে গিয়াছিলেন?” । অধ্যাপক yশ্ৰীধর রামকৃষ্ণ ভাণ্ডারকর এই তাম্রশাসনের কিয়দংশের পাঠোদ্ধার করিয়া প্রকাশ করিয়াছেন । ইহা হইতে অবগত হওয়া ষায় যে, তৃতীয় গোবিন্দ নাগভট নামক একজন রাজাকে পরাজিত করিয়াছিলেন এবং ধৰ্ম্মপাল ও চক্রাযুদ্ধ স্বয়ং আসিয়া তাহার নিকটে মতশির হইয়াছিলেন°১ । ভাগলপুরে আবিষ্কৃত নারায়ণপালের তাম্রশাসন, সাগরতলের শিলালিপি ও প্রথম অমোঘবর্ষের তাম্রশাসন হইতে প্রমাণ হইতেছে যে, গৌড়েশ্বর ধৰ্ম্মপাল, কান্তকুজপতি চক্রায়ুধ, গুল্পর-প্ৰতীহার-বংশের দ্বিতীয় নাগভট ও দক্ষিণাত্যরাজ তৃতীয় গোবিন্দ সমসাময়িক ব্যক্তি ছিলেন । দ্বিতীয় নাগভটের একখানি শিলালিপি যোধপুর-রাজ্যের "বিলডো’ জিলায় বুচকলা’ গ্রামে আবিষ্কৃত হইয়াছে। ইহা হইতে অবগত হওয়া যায় ষে, ৮৭২ বিক্রমাদের চৈত্র মাসের শুক্লপাঞ্চমীতে মহারাজাধিরাজ পরম ভট্টারক পরমেশ্বর শ্রীনাগভটদেবের রাজ্যে "রাজ্যঘঙ্গক’ গ্রামে রাজ্ঞী জয়াবলী কর্তৃক একটি দেবগৃহ নির্মিত হইয়াছিল*ং । এই নাগভট ষে দ্বিতীয় নাগভট সে বিষয়ে কোন সন্দেহই নাই, কারণ বুচকলা লিপিতে উক্ত হইয়াছে যে, নাগভট মহারাজাধিরাজ বৎসরাজদেবের উত্তরাধিকারী৫৩ ৷ রাষ্ট্রকূট তৃতীয় গোবিন্দ ধ্রুবধারাবর্ষের পুত্র। তিনি ৭১৬ শকাব্দের (৭৯৪ খৃষ্ঠাদের) পূৰ্ব্বে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, কারণ উক্ত বর্ষে তিনি দাক্ষিনাত্যস্থিত প্রতিষ্ঠান নগরী হইতে গোদাবরী নদীতে স্বান করিয়া বৈশাখ মাসের অমাবস্তা তিথিতে স্থৰ্য্যগ্রহণেপলক্ষে কয়েকজন ব্রাহ্মণকে একখানি গ্রাম দাম (t •) Epigraphia lndica, Vol. IX, p. 26, Note 4. (ts) Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, Vol. XXII, p. 118. (**) Epigraphia Indica, Vol. IX, pp. 199-200. * - - .200 ,Ibid, p (ماه)