পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38ty. বাক্ষালার ইতিহাস BBBBBS BBB BB BBBB BB BBB BDDD DBBBBDDDDD পরাজিত করিয়া রাজস্ব সংগ্রহের জন্ত তুঙ্গভদ্রাতীরে রামেশ্বরতীর্থে গমন করিয়াছিলেন এবং সেই সময় শিবধারী নামক একজন "গোরব” বা পুরোছিতকে একখানি গ্রাম দান করিয়াছিলেন°* । ৭৩• শকাব্দে (৮৯৮ খৃষ্টাব্দে) গোবিন্দ মাসিক প্রদেশের একখানি গ্রাম বৈশাখ মাসে চন্দ্রগ্রহণেপলক্ষে এক ব্রাহ্মণকে দান করিয়াছিলেন। এই তাম্রশাসন হইতে জানিতে পারা যায় যে, গঙ্গ-বংশীয় কোন রাজা তৃতীয় গোবিন্দ কর্তৃক কারারুদ্ধ হইয়াছিলেন। কারামুক্ত হইয়া তিনি পুনরায় বিদ্রোহী হইয়াছিলেন এবং গোবিন্দ কর্তৃক পরাজিত হইয়াছিলেন। মালবরাজ ( প্রথম বাকৃশক্তি রাজ ) গোবিন্দের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তিনি বিন্ধ্যপৰ্ব্বতে কটকনিবেশ করিয়াছেন শুনিয়া মারশৰ্ব নামক জনৈক রাজা তাহার শরণাগত হইয়াছিলেন। ইহার পরে গোবিন্দ তুঙ্গভদ্রাতীরে গমন করিয়া পল্লবগণকে পরাজিত করিয়াছিলেন°৬ । উক্ত বৎসরে শ্রাবণ মাসে অমাবস্তায় স্বৰ্য্যগ্রহণোপলক্ষে গোবিন্দ ময়ুরখওঁী নামক স্থান হইতে জনৈক ব্রাহ্মণকে একখানি গ্রাম দান করিয়াছিলেন। এই তাম্রশাসন হইতে অবগত হওয়া যায় যে, গুর্জররাজ গোবিন্দকে ধন্থকাণ-হস্তে অগ্রসর হইতে দেখিয়া ভয়ে রণস্থল পরিত্যাগ করিয়া পলায়ন করিয়াছিলেন এবং বেঙ্গীরাজ দূতমুখে গোবিন্দের তুঙ্গভঙ্গাতীরে আগমনবাৰ্ত্ত প্রবণ করিয়া উহার জন উচ্চ বাহালীপরিবেষ্টিত শিবির রচনা BBBBBBSS BD BBB BBB BBBBB BBB BBBBB BBBDS অর্ককীৰ্ত্তি নামক জনৈক জৈনমুনিকে একখানি গ্রাম দান করিয়াছিলেন?৮। উক্ত বর্ষের পৌষ মাসের শুরু সপ্তমী পৰ্য্যন্ত তৃতীয় গোবিন্দ জীবিত ছিলেন, কারণ পূৰ্ব্বোক্ত দিবসে তাহার প্রাতু-পুত্র সৌরাষ্ট্রের সামন্ত গোবিন্দরাজের সেনানায়ক, মহাসামন্ত বুদ্ধবরল একখানি গ্রাম দান করিয়াছিলেন। ৭৩৬ শকাৰে তৃতীয় গোবিদের দেহাপ্ত হইয়াছিল ; কারণ ৭৩৬ শকান্ধ (৮১৫ খৃষ্টাব্দ ) তৃতীয় গোবিদের পুত্র প্রথম অমোঘবর্ষের রাজ্যের প্রথম (es) Ibid, Vol. iii. p. 105. (**) Indian Antiquary, vol. XI, p. 126. (ee) Ibib, pp. 861-62. - (eo) Epigraphia Indica, vol. VI pp. 150-157. (<•) Ibid, vol, IV, p. 333