পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম পরিচ্ছেদ S食氯 বৎসর। বোম্বাই প্রদেশে ধারবাড় জেলায় সিরুর গ্রামে আবিষ্কৃত একখানি শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, ৭৮৮ শকাৰ অমোঘবর্ষের রাজ্যের ৰিপঞ্চাশতম বধ গণিত হইও**। স্বতরাং ইহা প্রমাণ হইতেছে যে, ৭৯০ হইতে হইতে ৮১৯ খৃষ্টাব পৰ্য্যন্ত তৃতীয় গোবিন্দ জীবিত ছিলেন। অতএব ধৰ্ম্মপাল খৃষ্টীয় অষ্টম শতাব্দীর শেষপাদে জীবিত ছিলেন এবং ৮১৪ খৃষ্টারে বর্কে ইন্দ্রাবকে পরাজিত করিয়া চক্রায়ুধকে মহোদয় বা কাঙ্ককুজের সিংহাসন প্রদান করিয়াছিলেন এবং গুজর-বংশীয় দ্বিতীয় নাগভট কর্তৃক পরাজিত হইয়া ৰিন্বিজয়ী তৃতীয় গোবিদের আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। ইহা সত্ত্বেও কেহ কেহ অনুমান করিয়া থাকেন যে, ধৰ্ম্মপাল ৮১৫ খৃষ্টাব্দে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। জীযুক্ত রমাপ্রসাদ চন্দ বলিয়াছেন,—“অনেকে মনে করেন যে, ৮১৭ খৃষ্টাব্দের ২৩ বৎসর পূৰ্ব্বে, তৃতীয়গোবিন্দ পরলোকগমন করিয়াছিলেন এবং অমোঘবর্ষ পিতৃরাজ্য লাভ করিয়াছিলেন । কিন্তু র্যাহার রাজত্ব সুদীর্ঘ ৬১ বৎসরকাল স্থায়ী হওয়ার বিশিষ্ট্রপ্রমাণ বিদ্যমান আছে, তাহার রাজ্যাভিষেক-কাল জারও পিছাইয়া ধরিয়t ৬১ বৎসরেও অধিক কালব্যাপী রাজত্ব কল্পনা অসঙ্গত ৬৪ । যিনি বলিয়াছেন, ষে, প্রথম অমোঘবর্ষ ৮১৭ হইতে ৮৭৭ খৃষ্টাব্দ পৰ্যন্ত রাজত্ব করিয়াছিলেন তিনি প্রত্নবিদ্যাবিদগণের শ্রেষ্ঠ ; তাহার নাম ডঃ ফ্রাঞ্জ কীলহৰ্ণ ( Dr. Franz Kielhora ) । তিনি কখনও উপযুক্ত বিশ্বাসযোগ্য প্রম" ন পাইলে কোন কথা লিপিবদ্ধ করিতেন না। সিরুর ও নীলগুগু১১ এই দুইটি স্থানের ছুইখানি শিলালিপি হইতে অবগত হওয়া যায় মে, ৭৮৭ শকাষে (৮৬৬ খৃঃ অঃ } প্রথম অমোঘবর্ষের ৫২ রাজ্যাঙ্ক পতিত হইয়াছিল। অতএব ইহা নিশ্চয় যে, ৭৩৬ শকাৰে (৮১৪-১৫ খৃঃ অঃ ) প্রথম অমোঘবর্ষ সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। ডঃ কীলহৰ্ণ শকাব্দের অতীত বর্ষ ও প্রচলিত বৰ গণনা করিয়া স্থির করিয়াছিলেন যে, ৮১৭ খৃষ্টীজের পরে প্রথম অমোঘবর্ষের প্রথম রাজ্যাঙ্ক পতিত হইতে পারে না ; কিন্তু তাহার পূৰ্ব্বে দুই বৎসরের মধ্যে অর্থাৎ ৮১৫ অথবী ৮১৬ খৃষ্টাব্দে পতিত হতে পারে"। স্বতরাং তাছার জয়মান বা তারিখ (ts) Ibid, vol. VII, pp. 104-5. (७s) cऔछब्रांचबांल, श्रृंः २७ ॥ (•») Epigraphia Indica, vol. iv, p. 210. (»») * ibid, voi. vfir, Appendix II, p. 3.