পাতা:বাঙ্গালার ইতিহাস (রাখালদাস বন্দ্যোপাধ্যায়) প্রথম খন্ড.djvu/২৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম পরিচ্ছেদ পাল-বংশের অধঃপতন বৰ্ম্মবংশ—বজ্ৰবৰ্ম্ম—জাতবর্ণী—কৈবৰ্ত্ত-বিদ্রোহ-দ্বিতীয় মহীপাল—রামপালের কারাবাস—দ্বিতীয় শুরপাল—রামপাল—কৈবৰ্ত্তরাজ ভীম—মঈরাজ্য উদ্ধারের চেষ্টা—শিবরাজের বরেন্দ্র আক্রমণ—রামপালের সামস্তচক্র-পীঠী-মথন বা মহন —নৌ-সেতু—ভীমের পরাজয়—হরি—রামাবতী স্থাপন—উৎকল ও কলিঙ্গ জয়— শুমিলবৰ্ম্ম-ভোজবৰ্দ্ধ-রামপালের মৃত্যু—রামপালের রাজত্বকালে প্রতিষ্ঠিত মূর্তিদ্বয়—নালন্দায় লিখিত পুথি—রাম-চনিত—যক্ষপাল-হরিবর্ধ। খৃষ্টীয় একাদশ শতাব্দীতে যখন গৌড়-মগধ বারংবার বহিঃশত্রু কর্তৃক আক্রান্ত হইতেছিল, তখন বঙ্গে একটি নূতন রাজ্যের স্বষ্টি হইয়াছিল। বিগত বিশ বৎসরের মধ্যে একখানি তাম্রশাসন আবিষ্কৃত হইয়। এই নব-প্রতিষ্ঠিত রাজবংশের কথা জন-সমাজে সুপরিচিত করিয়াছে। নূতন রাজবংশ বৰ্ম্মবংশ নামে পরিচিত হইয়াছে। আর্য্যাবৰ্ত্তের পশ্চিম সীমায় পঞ্চনদ প্রদেশের সিংহপুর নগর প্রাচীন যাদব জাতির পুরাতন রাজধানী। চীনদেশীয় শ্রমণ ইউয়ান-চেয়াং খৃষ্টীয় সপ্তম শতাব্দীর মধ্যভাগে সিংহপুর রাজ্য দর্শন করিয়াছিলেন । হিমালয়ের পাৰ্ব্বত্য প্রদেশে লঙ্কামণ্ডল নামকgস্থানে প্রাপ্ত একখানি শিলালিপি হইতে অবগত হওয়া যায় যে, বর্শ্ববংশীয় দ্বাদশ জন রাজা খৃষ্টীয় সপ্তম শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত রাজত্ব করিয়াছিলেন । মহারাজধিরাজ ধৰ্ম্মপালের চক্রায়ূধকে কান্তকুজের সিংহাসনে স্থপতিষ্ঠিত করণোদেশে বোধ হয়, এই সিংহপুরের যাদব-রাজকে পরাজিত করিয়াছিলেন। রাজেন্দ্রচোল, দ্বিতীয় জয়সিংহ, অথবা গাজেয়দেবের সহিত এই যাদব বংশজাত বজ্রবর্ণ নামক জনৈক সেনাপতি উত্তরাপথের পশ্চিমাৰ্দ্ধ হইতে পূৰ্ব্বার্ধে জাসিয়া একটি নূতন রাজ্য স্থাপন করিয়াছিলেন। ঢাকা জেলায় বেলাব S) Wartsers's Yuan-Chawang vol. I. p. 248. (*) Epigraphia Indica, vol I. pp. 12-14.