२8 বিক্রমোর্কশী । রাজা –( দেখিয়া ) এ সাপের খোলস নয়—এ ভুর্জপত্র, এতে আবার কি লেখা আছে দেখ চি । বিদু।–বোধ হয়, উৰ্ব্বশী আপনার বিলাপ শুনে, তুলা অনুরাগ জানিয়ে প্রেমলিপি লিখে এখানে ফেলে দিয়েছেন । রাজা –তা হতেও পারে, মনোরথের গতি নাই কোথায় ? ( গ্রহণ ০ পাঠ করিয়া সাহর্ষে ) সখী ! তুমি যা অনুমান করেছ তাই ঠিক্ ৷ বিদু —এখন তবে আপন অনুগ্রহ করে’ পড়ে শোনান ওতে কি লেখা আছে, আমার বড় শুনতে ইচ্ছে হচ্চে । উৰ্ব্ব —ঠাকুর । বলি, তুমি যে একজন রসিক নাগর দেখ চি । রাজা –শোন তবে । ( পত্রপাঠ ) জানিয়া? তব প্রেম আমা-পরে স্বামি ! যা ভাবিচ তাই যদি হইতাম আমি, তবে কেন বল দেখি পারিজাতে হইয়া শয়ান সে কোমল শয়নে ? কিছুমাত্র না পাই আরাম ? এমন শীতল স্নিগ্ধ নন্দন-বনের লায় তবু দহে তন্তু মোর জলন্ত অনল প্রায় | উপর্ণ !—মহারাজ না জানি এখন কি ললেন । চিত্র ।—আর বলবেন কি ? কমল-নালের মত শরীরটি দেখে কি বুঝতে পার্চ না ? - বিদু।–ভাগি এই ক্ষুধিত ব্ৰাহ্মণ মিষ্টান্ন-উপহারের মত সেই দ্রব্যটি দেখিয়েছিল তাষ্ট তে আপনার কতকটা সাত্বন হল ।
- }