বিক্রমোর্কশী । 월 আমারে জিনিয়া তুমি, মোর নানে করিতেছ জয় উচ্চারণ, —যে বিজয় শবদটি ইন্দ্র ছাড়া অন্ত জনে না করে গমন ॥ (হস্ত ধারণ পুৰ্ব্বক আসনে বসাইয়া) বিদু।–ওগো ঠাকরণ । রাজার প্রিয় বয়স্ত ব্রাহ্মণকে প্রণাম করলে না ? উৰ্ব্ব । —(মুচকি হাসিয়া!) প্রণাম । বিদু —কল্যাণ হোক । নেপথ্যে দেবদূত –চিত্ৰলেখা ! উৰ্ব্বণীকে তাড়া দেও। যে অষ্ট রসের নাট্য রচিয়া ভরত মুনি তব হস্তে করিলা অর্পণ —তারি চারু অভিনয়, লোক-পালগণ-সাথে -ইন্দ্র চান করিতে দর্শন ॥ সকলে –(কান পাতিয়া শ্রবণ ) উৰ্ব্বশী —(বিষন্ন ) চিত্ৰ –দেবদূত যা বল্লেন তা শুনলে তো প্ৰিয়সখি ? এখন তবে মহারাজকে জানাও ! উৰ্ব্ব ।-( নিশ্বাস ফেলিয়া ) কি বলা ভেবে পাচ্চি নে । চিত্ৰ —মহারাজ ! উৰ্ব্বণী বলচেন, উনি পরাধীন । অতএব মহারাজের যদি অনুমতি হয়, গুর ইচ্ছে, এখন দেবরাজের নিকটে গিয়ে উনি আপনাকে নিরপরাধী করেন । রাজা –( কোন প্রকারে বাক্য যোজন করিয়া ) তোমাদের প্রভুর নিয়োগে আমি ব্যাঘাত করতে চাই নে –কিন্তু এ জনকেও যেন মনে থাকে । te ماہے ( উৰ্ব্বশী বিরহ-কাতর হইয়া রাজাকে দেখিতে দেখিতে সখী-সহ প্রস্থান )
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৩৪
অবয়ব