পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । CŞ রাজা –দেবি ! এতো আমরা খুঁজছিলেম না—আমরা একটা স্পর্শমণি খুঁজছিলেম। ঔশী –ই, নিজের সৌভাগ্য গোপন করাই উচিত বটে। বিদু —দেখুন! শীঘ্র এর ভোজনের উদ্যোগ করুন–পিত্তদমন হলেই ইনি সুস্থ হবেন । ঔশী ।-নিপুণিকে ! ব্রাহ্মণটি নিজ বয়স্তকে তো বেশ সাত্বনা দিচ্চেন । বিদু —আপনি দেখুন না কেন, আহারটি ভাল রকম হলে পিশাচেরও প্রাণ ঠাণ্ড হয় । রাজা –মুখ! আমাকে যে জোর করে তুমি অপরাধী করে দাড় করাচচ । ঔশী —মহারাজ তোমার কোন অপরাধ নেই। আমিই অপরাধী । আমিই সম্মুখে থেকে তোমাকে বিরক্ত করচি। আমি চল্লেম। ( অভিমান-ভরে প্রস্থানোদ্যত ) রাজা – আমি চির-অপরাধী, সুন্দরী প্রসন্ন হও, —সম্বর’ সম্বব তব রোষ । সেব্য জন যদি হয় কুপিতা সেবক প্রতি —নির্দোষী হলেও তার দোষ ॥ ( পদতলে পতন ) ঔণী –কপট! আমি এরূপ লঘু-হৃদয় নই যে তোমার অনুনয়ে আমি ভুলে যাব। কিন্তু তোমার এই অনুনয়-বিনয় অগ্রাহ করলে পাছে পরে আবার অনুতাপ উপস্থিত হয়, আমার শুধু এখন সেই ভয় । - ( রাজাকে ত্যাগ করিয়া পরিজনসহ প্রস্থান )