বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । 8& দেবী –( গন্ধপুষ্পাদির দ্বারা অর্চনা করিয়া ) ওলো ! এই মোদক উপহারগুলি মানবক-ঠাকুরকে দে। পরিজন —যে আজ্ঞে । ওগো মানবক-ঠাকুর । এইগুলি তোমার । বিদু –( মোদকের সর গ্রহণ করিয়া ) কল্যাণ হোক ! এই উপবাসে যেন তোমার বহু ফল-লাভ হয় । দেবী ।—মহারাজ ! একবার এই দিকে এসে তো । রাজা —এই এসেচি । দেবী –(রাজাকে পূজা করিয়া কৃতাঞ্জলি হইয়া প্ৰণিপাত ) এই রোহিণী চন্দ্র দেবতাযুগলকে সাক্ষী করে’, আৰ্য্যপুত্রকে আমি প্রসন্ন করচি । আজ হতে যে রমণীকে আর্য্যপুত্র প্রার্থনা করবেন এবং যে প্রণয়িনী আর্য্যপুত্রের সমাগম ইচ্ছা করবেন, আমি তার সহিত প্রতিবন্ধনে অবস্থান করব । উৰ্ব্ব — ওমা এক কথা ! না জানি কি ভাবে কথাটা বলেন । যা হোক এখন আমার সন্দেহ ভঞ্জন হয়ে হৃদয় পরিষ্কার হল । চিত্র !—সখি ! এই মহানুভব পতিব্রতার অনুমতি হয়েছে, এখন প্রিয় জনের সহিত নিৰ্ব্বিঘ্নে তোমার মিলন হতে পারবে । বিদু –(চুপি চুপি ) মাছ পালিয়ে গেলে ছিন্ন হস্ত হতাশ ধীবর বলে— “মাক, আমার ধৰ্ম্ম হবে" । ( প্রকাশ্যে) মহারাজের প্রতি কি আপনার এইরূপ ভালবাসা ? v, দেবী । —মূৰ্খ! এও বুঝলে না ? আমার নিজের মুখ বিসর্জন করে’ মহারাজকে আমি মুখী করতে চাই । তুমি কেবল এখন এইটুকু ভেবে দেখ, মহারাজের পক্ষে এটা ভাল হল কি না । রাজা – অন্তরে বিলায়ে দে eে, কিম্বা মোরে রাখ তব ক্রীতদাস করে’,