বিষয়বস্তুতে চলুন

পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●はく বিক্রমোর্কশী । চিত্র –তার পর, স্বামীর অনুনয় অগ্রাহ করে', গুরুর অভিশাপে দেবতাদের নিয়ম বিস্তুত হয়ে, স্ত্রীজনের-প্রবেশ-নিষিদ্ধ সেই কুমার কাৰ্ত্তিকেয়ের বনে উৰ্ব্বশী যেমন প্রবেশ করলেন অমনি তিনি একটি লতা রূপে পরিণত হলেন । সহ –তার অনুরাগ হতেই যখন এইরূপ অনর্থ সহসা ঘটল, তখন বলতে হবে, বিধাতারও নিয়ম অলঙ্ঘনীয় নয়। আহা না জানি রাজর্ষির এখন কি অবস্থা হয়েচে । চিত্ৰ –সেই কাননে প্রিয়তমার চিন্তাতেই তিনি এখন দিন রাত কাটাচ্চেন। আবার, এই যে মেঘ উঠেচে, এতে সুখীজনেরও মনে উৎকণ্ঠ জন্মে দেয়, তা এর পক্ষে না জানি আরও কত কষ্টদায়ক হবে । সহ –সখি ! যাদের এমন সুন্দর আকৃতি তারা কখনই দীর্ঘকাল দুঃখভাগী হয় না। অবশুই দৈব-অনুগ্রহে পুনৰ্ম্মিলনের একটা কিছু কারণ শীঘ্রই ঘটবে। ঐ স্থৰ্য্যদেব উদয় হচ্চেন—এসো এখন আমরা ওঁর চরণ-সেবা করিগে । y ( প্রস্থান ) ইতি প্রবেশক । উন্মত্ত-বেশে রাজার প্রবেশ । রাজা –ওরে দুরাত্মা রক্ষিস ! দাড়া—দাড়া—আমার প্রিয়তমাকে কোথায় নিয়ে যাচ্চিস্ ? কি উৎপাত ! আকাশে উঠে শৈল-শিখর হতে আমার উপর যে বাণ বর্ষণ করচে। ( চিন্তা করিয়া ) নব জলধর এনে—নহে দৃপ্ত বৰ্ম্মাবৃত রাক্ষস ভীষণ !