পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীবনচরিত—তামস জেঙ্কিন্স 〉、> দুরন্ত হেমন্তের শীতে ম্রিয়মাণ হইয়াও, সাধ্যানুসারে তাহার শুশ্ৰষা করিতে ক্রটি করেন নাই। স্বানষ্টনের মৃত্যুর পর, তিনি শীতে যে পৰ্য্যন্ত ক্লেশ পাইয়াছিলেন, তাহ বর্ণনাতীত। পরিশেষে, সেই স্থানের অধিকারিণী বিবি ব্রেীন তাহাকে রন্ধনাগারের রাশীকৃতপ্রজ্বলিতজ্বলনসন্নিধানে আনয়ন করিলেন । সমুদায় বাটীর মধ্যে, কেবল ঐ স্থান র্তাহার সচ্ছন্দাবাসের যোগ্য ছিল । তিনি বিবি ব্রেীনের এই দয়ার কার্য্য চির কাল স্মরণ করিতেন। জেস্কিন্স সেই পাস্থনিবাসে কিয়ৎকাল অবস্থিতি করিলেন। পরে মৃত স্বনষ্টনের অতি নিকট কুটুম্ব টিবিয়টহেডবাসী এক কৃষক, তদীয়সমস্তভারগ্রহণ পূর্বক, তাহাকে স্বীয় আবাসে আনয়ন করিলেন । তথায় তিনি শূকরশাবক ও হংসকুকুটাদি গ্রাম্য বিহঙ্গমগণের রক্ষণাবেক্ষণ প্রভৃতি নিকৃষ্ট কৰ্ম্ম করিতে লাগিলেন। পান্থনিবাস হইতে প্রস্থানকালে, তিনি ইঙ্গরেজীর এক বর্ণও বুঝিতে পারিতেন না । কিন্তু, এখানে আসিয়া, তিনি অতি ত্বরায় সেই প্রদেশের প্রচলিত ভাষা, উচ্চারণের সমুদায় নিয়ম সহিত, শিক্ষা করিলেন। তিনি স্বানষ্টনের কুটুম্বের বাটতে যে কয়েক বৎসর অবস্থিতি করিয়াছিলেন, তন্মধ্যে কিছু কাল রাখালের কৰ্ম্ম করেন ; তৎপরে, একপ্রকার তৃণ শকটে করিয়া হাউয়িকে বিক্রয় করিতে লইয়। যাইতেন। তিনি এই কৰ্ম্ম এমন উত্তম রূপে নির্বাহ করিতেন যে, গৃহস্বামী র্তাহার প্রতি অত্যন্ত সন্তুষ্ট ছিলেন । জেঙ্কিন্স দৃঢ়কায় হইলে পর, ফলনাসনিবাসী লেডলানামক এক ব্যক্তি, কোনও অনির্ণীত হেতু বশতঃ, তাহার প্রতি সদয় হইয়া, সেই গৃহস্বামীর নিকট প্রার্থন পূর্বক, তাহাকে আপন বাটীতে অনিয়া রাখিলেন । কৃষ্ণকায় জেস্কিন্স ফলনাসে আসিয়া সকল কৰ্ম্মই করিতে লাগিলেন ; কখনও রাখাল হইতেন, কখনও বা মন্দুরার কৰ্ম্ম করিতেন ; ফলতঃ তিনি কৰ্ম্মমাত্রেই হস্তাপণ করিতে পারিতেন । র্তাহার বিশেষ কৰ্ম্ম এই নির্দিষ্ট ছিল, সৰ্ব্বপ্রকার সংবাদ লইয়া হাউয়িকে যাইতে হইত। অত্যন্ত মেধা থাকাতে, তিনি এই কৰ্ম্মের বিশেষ উপযুক্ত ছিলেন । অনন্তর, তিনি ঐ লেডলার এক জন প্রকৃত কৃষাণ হইয়া উঠিলেন । এই সময়েই বিদ্যাশিক্ষাবিষয়ে তাহার অনুরাগ জন্মে। তিনি প্রথম কি রূপে শিক্ষা করিয়াছিলেন, তাহা পরিজ্ঞাত নহে। বোধ হয়, বিদ্যাশিক্ষাবিষয়ে, তাহার অবশ্যকৰ্ত্তব্যতা বোধ ছিল ; এবং এরূপ অবস্থায় যত দূর হইতে পারে, পিতার মানস পূর্ণ করিবার নিমিত্ত তিনি নিতান্ত উৎসুক ছিলেন । ইহা সম্ভব বোধ হইতেছে, তিনি লেডলার সন্তানদের অথবা তাহার গৃহদাসীদের নিকট প্রথম শিক্ষা আরম্ভ করেন। שא צ'