পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৩৬ বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা কৰ্ম্ম যাহা করা যায়, যাহা দেখা যায়, যাহা খাওয়া যায়, যাহা পান করা যায়, দান করা যায়, স্পর্শ করা যায় ইত্যাদিকে কৰ্ম্মকারক বলে। কৰ্ম্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। যথা, পাকং করোতি, পাক করিতেছে। পুজাং করোতি, পুজা করিতেছে। চন্দ্রং পশুতি, চন্দ্র দেখিতেছে। মুখং পশুতি, মুখ দেখিতেছে। অন্নং ভুঙক্তে, অন্ন খাইতেছে। দুগ্ধং পিবতি, দুগ্ধ পান করিতেছে। ধনং দদাতি, ধন দান করিতেছে। গাত্ৰং স্পৃশতি, গাত্র স্পর্শ করিতেছে । শত্রুং জয়তি, শত্রু জয় করিতেছে। শাস্ত্রম অধীতে, শাস্ত্র অধ্যয়ন করিতেছে । পুষ্পং চিনোতি, পুষ্প চয়ন করিতেছে। গুরুং পৃচ্ছতি, গুরুকে জিজ্ঞাসা করিতেছে। গ্রামং গচ্ছতি, গ্রামে যাইতেছে ইত্যাদি। করণ যাহা দ্বারা কৰ্ম্ম নিম্পন্ন হয় তাহাকে করণ কারক বলে । করণ কারকে তৃতীয় বিভক্তি হয়। যথা, হস্তেন গৃহূতি, হস্ত দ্বারা গ্রহণ করিতেছে । চক্ষুষা পশুতি, চক্ষুঃ দ্বারা দেখিতেছে । দন্তেন চৰ্ব্বয়তি, দন্ত দ্বারা চৰ্ব্বণ করিতেছে। দণ্ডেন তাড়য়তি, দণ্ড দ্বারা তাড়ন করিতেছে। জলেন অগ্নিং নিৰ্ব্বাপয়তি, জল দ্বারা অগ্নি নিৰ্ব্বাণ করিতেছে। সম্প্রদান যাহাকে দান করা যায় তাহাকে সম্প্রদান কারক বলে । সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। যথা, দরিদ্রায় ধনং দীয়তামূ, দ্ররিদ্রকে ধন দাও । দীনেভ্যঃ অস্নং দেহি, দীনজনদিগকে অন্ন দাও । মহং পুস্তকং দেহি, আমাকে পুস্তক দাও। অপাদান যাহা হইতে কোন বস্তু বা ব্যক্তি, চলিত, ভীত ও গৃহীত হয় তাহাকে অপাদানকারক বলে । অপাদানকারকে পঞ্চমী-বিভক্তি হয়। যথা, বৃক্ষাৎ পত্ৰং পততি, বৃক্ষ হইতে পত্র পতিত হইতেছে । ব্যাভ্রাৎ বিভেতি, ব্যাঘ্র হইতে ভীত হইতেছে। সরোবরাৎ জলং গৃহাতি, সরোবর হইতে জল গ্রহণ করিতেছে।