পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চরিতাবলী—এড়িয়ন 8 o S অধিপতি প্রথম ফ্রান্সিসের গোচর হইলে, তিনি তাহাকে, আরবী, পারসী প্রভৃতি গ্রন্থ সংগ্রহের ভার দিয়া, লিবাণ্ট প্রদেশে পাঠাইয়া দিলেন। পষ্টেলস সে বিষয়ে সবিশেষ বিবেচনা ও নৈপুণ্যপ্রদর্শন করাতে, প্রধান রাজমন্ত্রী তাহার প্রতি অতিশয় সন্তুষ্ট হইলেন । তিনি, লিবাণ্ট হইতে প্রত্যাগমন করিয়া, ঐ রাজমন্ত্রীর অনুগ্রহে, এক অতি প্রধান পদে নিযুক্ত হইলেন। এড্রিয়ন হলণ্ডের অন্তঃপাতী উইটি ক্ট নগরে, এড়িয়নের জন্ম হয় । ইহার পিত। অতি দুঃখী ছিলেন ; নৌকানিৰ্ম্মাণের ব্যবসায় করিয়া, কষ্টে সংসারনিৰ্ব্বাহ করিতেন । তাহার নিতান্ত ইচ্ছ, পুত্রকে ভাল করিয়া লেখা পড়া শিখান। কিন্তু, লেখা পড়ার ব্যয়নির্বাহ করেন, এমন সংস্থান ছিল না । লুবেনের বিশ্ববিদ্যালয়ে, কতকগুলি বালককে বিনা ব্যয়ে, শিক্ষা দিবার নিয়ম ছিল ; সুযোগ করিয়া, তিনি এড্রিয়নকে তথায় প্রবিষ্ট করিয়া দিলেন । এই স্থলে অধ্যয়নকালে, এড্রিয়নের রাত্রিতে প্রদীপ জালিয়। পড়িবার সঙ্গতি ছিল না। কিন্তু, লেখা পড়ায় অতিশয় অনুরাগ ছিল বলিয়া, তিনি আলস্তে কালহরণ করিতেন ন। গিরজার দ্বারে, ও পথের ধারে, সমস্ত রাত্রি, আলো জ্বলিত । তিনি, পুস্তক লইয়া, তথায় গিয়া, সেই আলোকে পাঠ করিতেন। এড্রিয়ন, এইরূপ কষ্টে থাকিয়াও, কেবল আন্তরিক যত্বের গুণে, অসাধারণ বিদ্যোপার্জন করিলেন, এবং, পাদরির কৰ্ম্মে নিযুক্ত হইলেন । উত্তরোত্তর, তাহার পদবৃদ্ধি হইতে লাগিল । তিনি, বিদ্বান ও সচ্চরিত্র বলিয়া, সৰ্ব্বত্র প্রতিষ্ঠিত হওয়াতে, স্পেনের রাজকুমারের শিক্ষকতাকার্য্যে নিযুক্ত হইলেন, এবং, সেই রাজকুমার সম্রাট হইলে পর, তাহার সহায়তায়, পরিশেষে, পোপের সিংহাসনে অধিরূঢ় হইলেন । লেখা পড়ায় আন্তরিক যত্ন থাকার কি অনির্বচনীয় গুণ । দেখ, যে ব্যক্তি অতি দুঃখীর সন্তান ; যাহার, রাত্রিতে প্রদীপ জালিয়া, পড়িবার সঙ্গতি ছিল না ; সেই ব্যক্তি, কেবল আন্তরিক যত্ব ছিল বলিয়া, কেমন অসাধারণ বিদ্যোপার্জন করিয়াছিলেন, এবং, অসাধারণ বিদ্যার বলে, কেমন উচ্চ পদে অধিরূঢ় হইয়াছিলেন । ©Ꮌ