পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ybr বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা কিয়ৎক্ষণ পরে বালক সহসা চকিত হইয়া উঠিল, এবং বলিতে লাগিল, যদি আমি লোভসংবরণ করিতে না পারিয়া এই ঘড়ি লই, তাহা হইলে চোর হইলাম। এখন কেহ গৃহের মধ্যে নাই ; এবং আমি চুরি করিলাম বলিয়া, জানিতে পারিতেছে না ; কিন্তু যদি দৈবাৎ চোর বলিয়া ধরা পড়ি, তাহা হইলে আমার আর দুর্দশার সীমা থাকিবে না। সৰ্ব্বদা দেখিতে পাই, চোরের রাজদণ্ডে যৎপরোনাস্তি শাস্তি ভোগ করিয়া থাকে। আর, যদিই আমি চুরি করিয়া, মানুষের হাত এড়াইতে পারি, ঈশ্বরের নিকট কখনও পরিত্রাণ পাইতে পারিব না। জননীর নিকট অনেকবার শুনিয়াছি, আমরা তাহাকে দেখিতে পাই না বটে ; কিন্তু তিনি সৰ্ব্বদা সৰ্ব্বত্র বিদ্যমান রহিয়াছেন, এবং আমরা যখন যাহা করি, সমুদয় প্রত্যক্ষ করিতেছেন। এই বলিতে বলিতে, তাহার মুখ মান ও সর্বশরীর কম্পিত হইয়া উঠিল । তখন সে, ঘড়িটি যথাস্থানে রাখিয়া দিয়া বলিতে লাগিল, লোভ করা বড় মন্দ ; লোকে লোভসংবরণ করিতে না পারিলেই, চোর হয়। আমি আর কখনও কোনও বস্তুতে লোভ করিব না ; এবং লোভের বশীভূত হইয়া, চোর হইব না। চোর হইয়া ধনবান হওয়া অপেক্ষা, ধৰ্ম্মপথে থাকিয়া নিধন হওয়া ভাল ; তাহাতে চিরকাল নিৰ্ভয়ে ও মনের মুখে থাকা যায়। চুরি করিতে উদ্যত হইয়া, আমার মনে এত ক্লেশ হইল ; চুরি করিলে ন৷ জানি, আমি কতই ক্লেশ পাইব । ইহা বলিয়া সেই সুবোধ, সচ্চরিত্র, দরিদ্র বালক পুনরায় গৃহমার্জনে প্রবৃত্ত হইল । গৃহস্বামিনী, ঐ সময়ে পাশ্ববৰ্ত্তী গৃহে থাকিয়া বালকের সমস্ত কথা শুনিতে পাইয়াছিলেন। তিনি তাহাকে তৎক্ষণাৎ এক পরিচারিণী দ্বারা আপন সম্মুখে আনাইয়া জিজ্ঞাসা করিলেন, আহে বালক, তুমি কিজস্য আমার ঘড়িটি লইলে না ? বালক শুনিবামাত্র, হতবুদ্ধি হইয় গেল, কোনও উত্তর দিতে পারিল না ; কেবল জামু পাতিয়৷ কৃতাঞ্জলি হইয়া, বিষন্ন বদনে, কাতর নয়নে, গৃহস্বামিনীর মুখ নিরীক্ষণ করিতে লাগিল । ভয়ে তাহার সর্বশরীর কাপিতে, ও নয়নদ্বয় হইতে বাষ্পবারি নির্গত হইতে লাগিল । তাহাকে এইরূপ কাতর দেখিয়া, গৃহস্বামিনী সস্নেহ বচনে বলিলেন, বৎস, তোমার কোনও ভয় নাই ; তুমি কিজস্য এত কাতর হইতেছ ? এখানে থাকিয়া, আমি তোমার সকল কথা শুনিতে পাইয়াছি ; কিন্তু শুনিয়া তোমার উপর কি পৰ্য্যন্ত সন্তুষ্ট হইয়াছি, বলিতে পারি না। তুমি দীনের সস্তান বটে ; কিন্তু আমি কখনও তোমার তুল্য স্থবোধ ও ধৰ্ম্মভীরু বালক দেখি নাই। জগদীশ্বর তোমার যে লোভসংবরণ করিবার এরূপ শক্তি