পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আখ্যানমঞ্জরী—প্রথম ভাগ 8२७ গৃহমধ্যে রহিয়া গিয়াছে। তাহাকে না দেখিতে পাইয়া, সেই দরিদ্র উন্মত্তার স্যায় হইল ; এবং সন্তানের স্নেহ ও মায়ায় বশীভূত হইয়া, স্বীয় প্রাণবিনাশের শঙ্কা না করিয়া, অকুতোভয়ে দ্রুতবেগে অগ্নিরাশির মধ্যে প্রবেশ করিল। কিয়ৎক্ষণ পরে, সে একটি শিশুকে ক্রোড়ে করিয়া, পুৰ্ব্বস্থানে আগমন করিল ; সস্তানের প্রাণ রক্ষা করিয়াছি, এই ভাবিয়া, আহলাদে উন্মত্তপ্রায় হইল ; এবং কিরূপে জলন্ত অধিরোহণী দ্বারা আরোহণ করিল, কিরূপে গৃহে প্রবেশপূর্বক দোলা হইতে সস্তানকে লইয়া, পুনরায় গৃহ হইতে বহির্গত হইল, সন্নিহিত ব্যক্তিবর্গের নিকট এই সমুদয়ের বর্ণন করিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে, আহলাদভরে শিশুসন্তানের মুখচুম্বন করিতে গিয়া, দেখিতে পাইল, সে তাহার সন্তান নহে। তাহার পাশ্ববৰ্ত্তী গৃহে অপর এক স্ত্রীলোক থাকিত ; সে আপন সন্তান ফেলিয়া, পলাইয়া আসিয়াছিল, এ তাহার সন্তান | যখন সে, কনিষ্ঠ সন্তানটি আনিবার নিমিত্ত গমন করে, তখন ধুম ও অগ্নিশিখায় সমস্ত স্থান এরূপ আচ্ছন্ন হইয়াছিল যে, কিছুমাত্র দেখিতে পাওয়া যায় না ; সুতরাং স্বীয় গৃহ ভাবিয়া, পার্শ্ববৰ্ত্তী গৃহে প্রবেশ করিয়াছিল ; এক্ষণে আপন ভ্রম বুঝিতে পারিয়া, শোকে নিতান্ত বিহবল ও উন্মত্তপ্রায় হইয়া, বিলাপ করিতে লাগিল। অপত্যস্নেহের এমনই মহিমা, সেই স্ত্রীলোক কোনও মতে স্থির হইতে না পারিয়া, শোকসংবরণ পূৰ্ব্বক পুনরায় সেই শিশুসন্তানের আনয়নের নিমিত্ত, জ্বলন্ত গৃহের অভিমুখে ধাবমান হইল। সে, গৃহের সম্মুখবৰ্ত্তিনী হইবামাত্র উহা দগ্ধ হইয়া ভাঙ্গিয়া পড়িল । তখন সে, একেবারে হতাশ হইয়া, হায় ! কি হইল বলিয়া, বিচেতন ও ভূতলে পতিত হইল, এবং অল্প সময়ের মধ্যেই তাহার প্রাণবিয়োগ ঘটিল। পিতৃভক্তি আমেরিকার অন্তঃপাতী নিউইয়র্ক প্রদেশে এক অতি নিঃস্ব পরিবার ছিলেন । স্ত্রী পুরুষ উভয়েই, বহুদিন অবধি অকৰ্ম্মণ্য ও পরিশ্রমে অক্ষম হইয়াছিলেন ; এজন্য র্তাহাদের স্বয়ং কিছু উপার্জন করিবার ক্ষমতা ছিল না। র্তাহাদের একমাত্র কন্যা ; সে পরিশ্রম করিয়া যৎকিঞ্চিৎ যাহ। পাইত, তদ্বারা কথঞ্চিৎ তাহাদের ভরণপোষণ সম্পন্ন