QRe বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা আসীন হইয়া, তাহাকে অপরাধিনী স্থির করিয়া, উদ্বন্ধন দ্বারা তাহার প্রাণদণ্ড করিল। এই হতভাগ্য রাজ্ঞী স্পানিয়ার্ডদিগের প্রতি পূৰ্ব্বাপর যে সদয় ও অমায়িক ব্যবহার করিয়াছিলেন, এত দিনে তাহার সম্পূর্ণ ফললাভ করিলেন । চাতুরীর প্রতিফল আমেরিকার অন্তর্বত্তী মিশৌরীনদীর তীরে আদিম নিবাসী অসভ্য জাতির অধিষ্ঠিত যে প্রদেশ আছে, কিয়ৎ কাল পূৰ্ব্বে, তথায় ইয়ুরোপীয় লোকের প্রায় যাতায়াত ছিল না । একদা, এক ইয়ুরোপীয় বণিক, নানাবিধ দ্রব্য সামগ্ৰী লইয়া, সেই প্রদেশে বাণিজ্য করিতে গিয়াছিলেন। তাহার সঙ্গে অনেক বন্দুক ও বারুদ ছিল । তিনি, কিছু দিন তথায় অবস্থিতি করিয়া, তত্ৰত্য লোকদিগকে বন্দুক ও বারুদের ব্যবহার শিক্ষা করাইলেন । তাহারা মৃগয়াজীবী, বন্দুক ও বারুদ দ্বারা মৃগয়ার পক্ষে বিলক্ষণ সুবিধা দেখিয়া, ব্যগ্র হইয়া, তাহার নিকট হইতে সমুদয় কিনিয়া লইল, এবং তাহার বিনিময়ে তত্ৰত্য উৎপন্ন বস্তু পৰ্য্যাপ্ত পরিমাণে প্রদান করিল। বণিক, স্বদেশে প্রতিগমনপূর্বক, সেই সমস্ত বস্তু বিক্রয় করিয়া, যথেষ্ট লাভ করিলেন । কিয়ৎ দিন পরে, এক ফরাসি বণিক, ভূরি পরিমাণে বারুদ লইয়া, সেই প্রদেশে ব্যবসায় করিতে গেলেন । তত্ৰত্য লোকেরা পূৰ্ব্বে যে বারুদ লইয়াছিল, তাহা তৎকাল পৰ্য্যন্ত নিঃশেষিত হয় নাই ; সুতরাং তাহারা আর লইতে সম্মত হইল না। ঐ ব্যক্তি, বারুদ দিয়া বিনিময়লব্ধদ্রব্যবিক্রয় দ্বারা বিলক্ষণ লাভ করিব, এই প্রত্যাশায়, ব্যয় ও পরিশ্রম স্বীকার করিয়া, সেই স্থানে গিয়াছিলেন ; এক্ষণে সম্ভাবিতলাভবিষয়ে হতাশ হইয়া, মনে মনে বিবেচনা করিতে লাগিলেন, কি উপায়ে বারুদগ্রহণে ইহাদের প্রবৃত্তি জন্মাইব । অবশেযে, তিনি এক উপায় উদ্ভাবিত করিলেন, এবং তত্ৰত্য লোকদিগকে সমবেত করিয়া কথাপ্রসঙ্গে কহিলেন, তোমরা বারুদ ব্যবহার করিয়া থাক, কিন্তু বারুদ কি পদার্থ, তাহার কিছুমাত্র জান না ; শুনিলে চমৎকৃত হইবে ; উহা অামাদের দেশের শস্তবিশেষ ; বৎসরের অমুক সময়ে ভূমিতে বপন করিলে, অন্যান্য বীজের ন্যায়, যথাকালে ফলপ্রদান করে । এই কথা শুনিয়া, সমবেত লোক সকল চমৎকৃত হইল, এবং এক বার শস্য জন্মাইতে পারিলে, তাহাদের আর ইয়ুরোপীয়দের নিকট ক্রয় করিবার আবশ্যকতা থাকিবেক না,
পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৫৪২
অবয়ব