পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৬৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যাসাগর-গ্রন্থাবলী—বিবিধ 9 واننا আর ভাগ্যদোষে যদিই আমি প্রতিজ্ঞ প্রতিপালনে অক্ষম হই, এই বামন অবশু আমায় ক্ষমা করিবেন ; আর যদি নিতান্তই ক্ষমা না করেন, অন্ততঃ সত্যকথন জন্য পুণ্য ও কীৰ্ত্তিলাভ করিতে পারিব । ইতি প্রবোধ্যৈষ গুরুং জগদগ,রোগরিষ্ঠতোষায় স্বহৃষ্টমানস । মঙ্গীমমুষ্মৈ বটবে পদত্ৰয়াত্মিকং প্রদাতুং বিদধেহভিলাপকৰ্ম্ম ॥ ৮৯ ৷ এইরূপে দৈত্যগুরুকে সম্ভাষণ করিয়া, জগদগুরুর বিশিষ্টরূপ তুষ্টিসম্পাদনমানসে, অসুরেশ্বর বলি হৃষ্টচিত্তে ত্রিপাদ ভূমিদানের সঙ্কল্প করিলেন । তত: ক্ষণাদ্যে চ বামনে বটুর্দধার ঘোরাতিবৃহৎকলেবরম্। বলেঃ সমস্তৈহিকসম্পদাহতে নিজেচ্ছয়াচ্ছাদিতভূস্বরম্বরম ॥ ৯০ ৷ তৎক্ষণাৎ বামনরূপী ব্রাহ্মণকুমার, বলির ঐহিক সমস্ত সম্পত্তি হরণ করিবার নিমিত্ত, স্বেচ্ছাক্রমে অতিপ্রকাণ্ড কলেবর ধারণপূর্বক, ভূলোক, দেবলোক ও নভোমণ্ডল আচ্ছাদিত করিলেন । ততোহয়মেবং ভগবাংগ্লিবিক্রম ক্রমেণ চাক্রম্য পদাৰ্থমূন্তমুম্। ক্ষিতিং পদৈকেন দিবং দ্বিতীয়তঃ পদ থমঙ্গেন পদত্যদঃ পুনঃ ॥ ৯১ ৷ এইরূপে ভগবান ত্রিবিক্রম এক পদ দ্বার। ভূলোক, দ্বিতীয় পদ দ্বারা দেবলোক ও কলেবর দ্বারা নভোমণ্ডল আক্রমণ করিয়া, বলিকে কহিলেন,— বলে প্রতিজ্ঞাতপদং পদে পদে প্রদায়তাং পাদযুগাধিকে পদে । ত্বয়েতি তং প্রোচ্য স নাভিপঙ্কজাং প্রদর্শ্যামাস পদং তৃতীয়কম্।। ৯২ ৷ হে বলে ! তুমি ত্রিপাদভূমিদানে প্রতিশ্রুত হইয়াছ ; অতএব আমার তৃতীয় পদের ভূমি দাও। ইহা কহিয়া, নাভিপদ্ম হইতে তৃতীয় পদ উৎপাদিত করিয়া বলিলেন, এই আমার তৃতীয় পদ দেখ । বিলোক্য লোকত্ৰয়নাথবামনাহতাখিলোব্বীস্বরলোকমাকুলাঃ । লিং স্থরাণাং পর ইত্যমধিতা মিথঃ সমস্ত বচ আস্থর(শুিভা; ॥ ৯৩ ৷ বামমরূপী ত্রিলোকীনাথ এইরূপে বলিরাজার সুরলোক ও নরলোকরূপ রাজ্যদ্বয় পদদ্বয় দ্বারা আক্রমণ করিলে পর, সমবেত সমস্ত সুরবৈরিগণ, সাতিশয় কুপিত হইয়া, পরস্পর কহিতে লাগিল,— অয়ং প্রপন্নো দ্বিজরুপমদ্বিজেন বামনে বামনরূপসংবৃত: । স বিষ্ণুরায়াচ্ছলক্দিবোঁকসা হিতেচ্ছয়াস্তাহিভবাঞ্ছয়া প্রভোঃ ॥ ৯৪ ৷