পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Wじの বিদ্যাসাগর-গ্রন্থাবলী—শিক্ষা পরে, এক পত্র লিখিয়াছিলেন ; তাহাতে ইম্পিকৃত এই মহোপকারের বিষয় উল্লিখিত হইয়াছিল। ঐ পত্রে এইরূপ লিখিত ছিল, এক সময়ে, ইম্পির আনুকূল্যে, আমার সৌভাগ্য ও সন্ত্রম রক্ষা পাইয়াছে। এই লিখন দ্বারা ইহাও প্রতিপন্ন হইতে পারে, নন্দকুমার হেষ্টিংসের নামে যে সকল অভিযোগ উপস্থিত করিয়াছিলেন, সে সমস্ত অমূলক নহে ; আর, স্থপ্রীম কোর্টের অবিচারে র্তাহার প্রাণদণ্ড না হইলে, তিনি সে সমুদায় সপ্রমাণও করিয়া দিতেন ; সেই ভয়েই হেষ্টিংস, ইম্পির সহিত পরামর্শ করিয়া, নন্দকুমারের প্রাণবধসাধন করেন । মহম্মদ রেজা খার পরীক্ষার ফলিতার্থের সংবাদ ইংলণ্ডে পন্থছিলে, ডিরেক্টরের কহিলেন, আমাদের বিলক্ষণ প্রতীতি জন্মিয়াছে যে, মহম্মদ রেজা খা সম্পূর্ণ নিরপরাধ। অতএব, তাহারা, নবাবের সাংসারিক কৰ্ম্ম হইতে গুরুদাসকে বহিস্কৃত করিয়া, তৎপদে মহম্মদ রেজা খাকে নিযুক্ত করিতে আদেশপ্রদান করিলেন । সুপ্রীম কোন্সিলের সাহেবেরা দেখিলেন, তাহাদের এমন অবসর নাই যে, কলিকাত৷ সদর নিজামৎ আদালতে স্বয়ং অধ্যক্ষতা করিতে পারেন । এজন্ত, পূৰ্ব্বপ্রণালী অনুসারে, পুনৰ্ব্বার, ফৌজদারী আদালত ও পুলিসের ভার এক জন দেশীয় লোকের হস্তে সমপিত করিতে মানস করিলেন । তদনুসারে, ঐ আদালত কলিকাতা হইতে মুরশিদাবাদে নীত হইল, এবং মহম্মদ রেজা খ। তথাকার প্রধান পদে প্রতিষ্ঠিত হইলেন । সপ্তম অধ্যায় ক্রমে ক্রমে রাজস্বের বৃদ্ধি হইতে পারিবেক, এই অভিপ্রায়ে, ১৭৭২ সালে, পাচ বৎসরের নিমিত্ত, জমী সকল ইজারা দেওয়া হইয়াছিল। কিন্তু প্রথম বৎসরেই দৃষ্ট হইল, জমীদারের যত কর দিতে সমর্থ, তাহার অধিক ইজারা লইয়াছেন । খাজান, ক্রমে ক্রমে, বিস্তর বাকী পড়িল । ফলতঃ, এই পাচ বৎসরে, এক কোটি আঠার লক্ষ টাকা রেহাই দিয়াও, ইজারদারদিগের নিকট এক কোটি বিশ লক্ষ টাকা রাজস্ব বাকী রহিল ; তন্মধ্যে, অধিকাংশেরই আদায় হইবার সম্ভাবনা ছিল না। অতএব, কোন্সিলের উভয় পক্ষীয়েরাই, নূতন বন্দোবস্তের নিমিত্ত, এক এক প্রণালী প্রস্তুত করিয়া পাঠাইলেন ; কিন্তু ডিরেক্টরের উভয়ই অগ্রাহ করিলেন । ১৭৭৭ সালে, পাট্টার মিয়াদ গত হইলে, ডিরেক্টরের, এক