বিষয়বস্তুতে চলুন

পাতা:বিদ্যাসাগর গ্রন্থাবলী (শিক্ষা ও বিবিধ).djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাঙ্গালার ইতিহাস—দ্বিতীয় ভাগ や> বৎসরের নিমিত্ত, ইজার দিতে আজ্ঞা করিলেন । এইরূপ বৎসরে বৎসরে ইজারা দিবার নিয়ম, ১৭৮২ সাল পর্য্যন্ত, প্রবল ছিল। ১৭৭৬ সালে, সেপ্টেম্বর মাসে, কর্ণেল মন্সন সাহেবের মৃত্যু হইল ; সুতরাং, র্তাহার পক্ষের দুই জন মেম্বর অবশিষ্ট থাকাতে, হেষ্টিংস সাহেব কোন্সিলে পুনৰ্ব্বার ক্ষমতা প্রাপ্ত হইলেন ; কারণ, সমসংখ্য স্থলে, গবর্ণর জেনেরলের মতই বলবৎ হইত। ১৭৭৮ সালের শেষ ভাগে, নবাব মুবারিক উদ্দৌলা, বয়ঃপ্রাপ্ত হইয়া, এই প্রার্থনায় কলিকাতার কোন্সিলে পত্র লিখিলেন যে, মহম্মদ রেজা খ। আমার সহিত সৰ্ব্বদা কর্কশ ব্যবহার করেন ; অতএব, ইহাকে স্থানান্তরিত করা যায়। তদনুসারে, হেষ্টিংস সাহেবের মতক্রমে, তাহাকে পদচ্যুত করিয়া, নায়েব সুবাদারের পদ রহিত করা গেল, এবং নবাবের রক্ষণাবেক্ষণ এবং আয় ও ব্যয়ের পর্য্যবেক্ষণ কার্য্যের ভার মণিবেগমের হস্তে অৰ্পিত হইল । ডিরেক্টরেরা এই বন্দোবস্তে সাতিশয় অসন্তুষ্ট হইলেন, এবং অতি ত্বরায় এই আদেশ পাঠাইলেন, নায়েব স্ববাদারের পদ পুনৰ্ব্বার স্থাপিত করিয়া, তাহাতে মহম্মদ রেজা খাকে নিযুক্ত, ও মণিবেগমকে পদচু্যত, করা যায়। ১৭৭৮ খুঃ অব্দে, বাঙ্গালা অক্ষরে সর্বপ্রথম এক পুস্তক মুদ্রিত হয়। অসাধারণবুদ্ধিশক্তিসম্পন্ন হালহেড সাহেব, সিবিল কৰ্ম্মে নিযুক্ত হইয়া, ১৭৭০ খৃঃ অব্দে, এতদ্দেশে আসিয়া, ভাষাশিক্ষা করিতে আরম্ভ করেন। তিনি যেরূপ শিক্ষা করিয়াছিলেন, পূৰ্ব্বে কোনও যুবোপীয় সেরূপ শিখিতে পারেন নাই । ১৭৭২ খৃঃ অব্দে, রাজকাৰ্য্যনিববাহের ভার যুরোপীয় কৰ্ম্মচারীদিগের হস্তে অপিত হইলে, হেষ্টিংস সাহেব বিবেচনা করিলেন, এতদেশীয় ব্যবহারশাস্তুে তাহাদের জ্ঞান থাকা আবশ্যক। পরে, তদীয় আদেশে ও আনুকূল্যে, হালহেড সাহেব, হিন্দু ও মুসলমানদিগের সমুদয় ব্যবহারশাস্ত্র দৃষ্টি, ইঙ্গরেজী ভাষাতে এক গ্রন্থ সঙ্কলিত করেন। ঐ গ্রন্থ, ১৭৭৫ খৃঃ অব্দে, মুদ্রিত হয়। তিনি সাতিশয় পরিশ্রম সহকারে, বাঙ্গালী ভাষা শিখিয়াছিলেন ; এবং বোধ হয়, ইঙ্গরেজদের মধ্যে, তিনিই প্রথমে এই ভাষায় বিশিষ্টরূপ বুৎপন্ন হইয়াছিলেন। ১৭৭৮ খৃঃ অব্দে, তিনি বাঙ্গালাভাযায় এক ব্যাকরণ প্রস্তুত করেন। উহাই সৰ্ব্বপ্রথম বাঙ্গালা ব্যাকরণ । তৎকালে রাজধানীতে ছাপার যন্ত্র ছিল না ; উক্ত গ্রন্থ হুগলীতে মুদ্রিত হইল। বিখ্যাত চার্লস উইস্কিন্স সাহেব এ দেশের নানা ভাষা শিখিতে আরম্ভ করেন । তিনি অতিশয় শিল্পদক্ষ ও বিলক্ষণ উৎসাহশালী ছিলেন। তিনিই সৰ্ব্বাগ্রে, স্বহস্তে খুদিয়া ও ঢালিয়া, বাঙ্গাল। অক্ষর প্রস্তুত করেন। ঐ অক্ষরে তাহার বন্ধু হালহেড সাহেবের ব্যাকরণ মুদ্রিত হয়।