পাতা:বিদ্যাসুন্দর-রামপ্রসাদ সেন.djvu/২৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যার রূপ বর্ণন । o ) هنگسسه راه j: ( সে পারে কহিতে কিছু শত মুখ বার-ভারত বলিয়াছেন,— ‘বাণ যদি শেষ হয় । অন্যত্র, “ দেবরাজ দেখে যদি নাগরাজ কয় ॥ দেখিতে কহিতে কিব৷ পারে কি না পারে।” টাচর চিবুক – সুন্দর কোকড়া চুলের শোভ। মেঘের শোভাকে BBBBS BBSBBS BSB BB KBB BBBB BB সময়ে সময়ে দেখা যায়, ইংরাজীতে তাহীকে সিরোষ্ট্রীট। মেঘ বলে । তাহার শোভা অতি চমৎকার। ইহারই সহিত চুলের তুলনা হয় । o - ভূবিল কুরঙ্গ...ষাগু--এই স্থানটা অতি চমৎকার। এইরূপ বর্ণনা আর কোথাও নাই । ইহার অর্থ এই বিদ্যার মুখ ঠিক চাদর ন্যায়। কিন্তু চাদে হরিণ শিশু ( যাহাকে সাধারণত কলঙ্ক কঙ্গে ) আছে ইহা প্রসিদ্ধ। বিদ্যার মুখে সে হরিণ শিশু{চহ্ন কই ? এই আশঙ্কায় কবি বলিয়াছেন, মুখরূপ স্বধা-সাগরে সে ডুবিয়া গিয়াছে, তাই তাহার শরীর দেখা যাহতেছে না, তবে বিদ্যার বিশাল নয়নে তাহার নয়ন যুগপ ভাসয় আছে, দেখা যাইতেছে। সুতরাং বিদ্যার মুখ অকলঙ্কচন্দ্রের ন্যায়, আর তাহার নয়ন হরিণ নয়ন তুল্য। ভারতে আছে,— “ কেড়ে নিল মৃগমদ ময়ন হিল্লোলে। কাদেরে কলঙ্কা চাদ মৃগ লয়ে কোলে ॥” নিত্য কৰ্ম্মভোগ করে— খঞ্জন সৰ্ব্বদাই ,চঞ্চল সে কখন স্থির নহে। কবি বলিয়াছেন, বোধ হয় বিদ্যার চক্ষুর চাঞ্চল্য অনুকরণ জন্য সুে এইরূপ করিয়া থাকে । বিম্বাধর দশনে তুল—পুবের লক্ষ্মী বন্দনায় আছে।--