পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*S* বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক বহু মেরু চুম্বকের মেরুগুলি এরূপ ভাবে উৎপাদিত হয় যেন একটি মেরুর পর বিপরীত মেরু থাকে। এরূপ চুম্বকের রাজ্য তাহদের বলরেখা " a দ্বারা ২৬৫ চিত্রে দর্শিত হই য়াছে। বস্থ মেরু ডায়নামোর ইয়োক বৃত্তাকার ( চিত্ৰ— ২৬৬ ) বা বহু ভুজ-আকাপ ( চিত্র—২৬৭ ) হয় এবং ইহাতে চুম্বক বাহু সকল বসাইবার বন্দোবস্ত থাকে । ইহা চিত্রদ্বয়ে সংখ্যা দ্বারা দর্শিত হইয়াছে। বৃহৎ যন্ত্র হইলেফ্রেমটি দুইভাগে গঠিত হয়, তাহাদের মধ্যে একটি উপরের অংশ ও অপরটি নিম্নের অংশ (চিত্র- ২৬৭) । O এইরূপ খণ্ডিত ফ্রমের 5िज्ज-२७४-२१५ সুবিধা এই যে, আমেচার পরীক্ষাকালে আমেচারকে বাহির করিতে হয় না—উপরের অংশটিকে সরাইয়া আমেচার পরীক্ষা করা চলে। ইয়োক বা ফ্রেমের সহিত বাহুগুলি fকরূপে সংবদ্ধ হয় তাহা নানাপ্রকার ইয়োকের সেকসান চিত্র (চিত্র ২৬৮–২৭৬ ) দেখিলে বুঝিতে পারা যাইবে । চুম্বকের মেরুখণ্ড ( Pole pieces ) —ইহারা চুম্বক বাহুর বা কোরের (core) আমেচার শেষভাগে সংযুক্ত থাকে বা বাহুর সহিত একসঙ্গে ঢালাই হইয়া প্রস্তুত হয় । ইহাদের কার্য্য আমেচিারের সহিত বাহুর মুখের ব্যবধান সমান রাখা সেইজন্য ইহার আমেচারের নিকটবর্তী অংশ