পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ব শিক্ষক Հ Եց নিদিষ্ট পরিমাণের অধিক হইলে, প্রবাহোৎপন্ন তাপ দ্বারা আৰ্ম্মেচার প্রভৃতি নষ্ট হইয়া যাইবে । সেইজন্য ষ্টার্টারে এইরূপ একটি ব্যবস্থা থাকা উচিৎ যদ্বারা প্রবাহ কোন নির্দিষ্ট পরিমাণ অপেক্ষা অধিক হইবার সময় মোটর লাইন হইতে বিযুক্ত হয়—ইহাকে ‘ওভার লোড রিলীজ’ বলে । ৩৬১ চিত্রে বামদিকস্থ নিম্ন বৈদ্যুতিক চুম্বক এই রিলীজের কাৰ্য্য করে । ৩৬২ চিত্রে ইহার কার্য্য প্ৰদ্ধতি বুঝিতে পারা যাইবে । ইহাতে B বৈদ্যুতিক চুম্বকট ওভার লোড রিলীজ। এই B চুম্বকটি আৰ্ম্মেচার প্রবাহ দ্বারা উত্তেজিত । সুতরাং আৰ্ম্মেচারে প্রবাহ বাড়িতে থাকিলে উছার চুম্বকত্বের তেজও অধিক হইতে থাকে এবং প্রবাহ কোন নির্দিষ্ট পরিমাণের হইলে, ইহার তেজ এত প্রবল হয়, যে স্প্রিংএর টান অতিক্রম করিয়া একটি লৌহদণ্ডকে ( ইহার আৰ্ম্মেচার ) আকর্ষণ করিয়ু লয়। তখন এই আকৰ্ষিত লৌহদণ্ডটি একটি তাম্রখণ্ডকে(C)স্পৰ্শ করিয়া নে ভোল্ট রিলীজ বৈদ্যুতিক চুম্বকটিকে রাজ্যকয়েল হইতে সর্ট সার্কিট বা বিচ্ছেদ করিয়া দেয় ও তখন নো ভোল্ট রিলীজের বৈদ্যুতিক চুম্বকটি আর উত্তেজিত থাকে না বলিয়া, ষ্টার্টারের হাণ্ডেলটি প্রিং দ্বারা পূৰ্ব্বস্থানে, ষ্টার্টিং বাধার বাহিরে আনীত হয় ও মোটর লাইনু হইতে বিযুক্ত হয়। নো ভোল্ট রিলীজ, ওভার লোভ রিলীজ ও ষ্টাটিং বাধা একত্রে একটি বোর্ডের উপর থাকে, তাহাকে চলিত ভাষায় ষ্টারটার বলে। এরূপ একটি ষ্টারটার ৩৬১ চিত্রে দর্শিত হইল। মোটরের গতি নিয়ন্ত্রিত করিবার জন্য সান্টরাজ্যকয়েলের সহিত সিরিজে সংযুক্ত একটি পরিবর্তনীয় বাধা বা fāwāriā (Rheost.at) AJA&tà *fär's «ù ! সিরিজ মোটরের ষ্টার্টারে কেবলমাত্র ষ্টার্টিং বাধা বা রিমষ্ট্যাট থাকে । উহ! মোটরের সহিত সিরিজে সংযুক্ত হয় এবং মোটর চলিতে আরম্ভ করিলে উহাকে ক্রমশ: সবুট সার্কিট করিয়া দিতে হয়।