পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/২৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টাদশ পরিচয় সিরিজ ও সান্ট মোটরের তুলনা :-সিরিজ মোটরে ভারবৃদ্ধির সহিত আৰ্ম্মেচার প্রবাহ ও তৎসহ রাজ্যতেজ বাড়িতে থাকে বলিয়া ইহাতে “৪ার্টিং টর্ক” (Starting Torque) বা চলিবার মুখে আৰ্ম্মেচারের মোচড়, অর্থাৎ যে জোরে আৰ্ম্মেচার ঘুরিবার চেষ্টা করে, তাহা খুব অধিক হয় । সেইজন্ত ইহা যে কোনরূপ অতিভার অতিক্রম করিতে সক্ষম হয় । এইজন্ত ইহা ভারোত্তলনকারী বৈদ্যুতিক ক্রেন, বৈদ্যুতিক ট্রাম, মোটরগাড়ি, রেলগাড়ি ও বৈদ্যুতিক পাখাতে ব্যবহার করা হয়। অবশ্য ভার অধিক হইলে মোটরের গতি অল্প হয় ও ভার অল্প হইলে মোটরের গতি দ্রুত কয়—যথা, ক্রেনে অল্পভার অধিক ভার অপেক্ষা শীঘ্ৰ উঠে, ঢালু জায়গায় উঠিবার সময় ভার অধিক হয় বলিয়া ট্রাম ও গাড়ির গতি হ্রাস পায়। সিরিজ মোটরকে কিন্তু, যেখানে ভার একেবারে অপসারিত হইতে পারে, এরূপ স্বলে ব্যবহার করা হয় না, কারণ ভারহীন হইলেই উছ ভয়ঙ্কর গতিবান হইবে। এবং এই নিমিত্তই সিরিজ মোটর যন্ত্রাদির সহিত বেলটিং দ্বারা সংবদ্ধ হয় না। কারণ যদি কোনরূপে ভয়ঙ্কর গতিবান হয় তাছা হইলে বেলট ছিড়িয়া যাইৰে । সেই নিমিত্ত পাম্প প্রভৃতি চালাইবার নিমিত্ত সিরিজ মোটর যন্ত্রাদির সহিত পিনিয়ান’ (Pinion) বা দস্তচক্র দ্বারা সংবদ্ধ হয়, যাঁহাতে দস্তগুলির মধ্যে ঘর্ষণ হেতু মোটর সর্বদা কিছু না কিছু ভার প্রাপ্ত इब्री সান্ট মোটরে ভার পরিবর্তনের সময় আৰ্ম্মেচরে প্রবাহ পরিবৰ্ত্তিত হইতে থাকে বটে, কিন্তু রাজ্যতেজ পরিবৰ্ত্তিত হয় না। এই নিমিত্ত ভারহীন হইলেও উহা ভয়ঙ্কর গতিবান হইবার আশঙ্কা থাকে না