পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক XDe o বাহাতে সমস্ত কাৰ্ব্বন গুড়াগুলি একসঙ্গে একটি নীরেট কাৰ্ব্বনের মত নড়িয়া না যায়, তাঙ্গর ব্যবস্থা থাকে। এই মাইক্রোফোন বিপরীত কাৰ্য্যক্ষম নহে, অর্থাৎ রিসিভারের কার্য্য করিতে পারে না, কারণ বিভিন্ন পরিমাণের প্রবাহ দ্বারা ইহার এরূপ স্পন্দন হয় না যে তদ্বারা শ্রুতিগোচর শব্দ হয় । তবে সুবিধা এই যে সামান্ত শব্দেও সুচারু কাৰ্য্য করে । এই নিমিত্ত ইহা ট্রান্সমিটার ও পূৰ্ব্বোক্ত যন্ত্রটি রিসিভার ভাবে ব্যবহৃত হয় । ইহা ছাড়া একটি ইণ্ডাকসান কয়েল প্রয়োজন হয় । চিত্র ৪৭৬ क्रिख-8१७ একটি মাইক্রোফোনের 'প্ল্যান ও সেকসান’ । টেলিফোলে ইলডাকসনাল কয়েলের কাৰ্য্য :– ইহা দ্বার ট্যান্সমিটারকে অল্প বাধা বিশিষ্ট করা হয় যাহাতে অনুপাতে বাধার পরিবর্তন অধিক হয় । সাধারণ ট্র্যান্সমিটারে সর্বদাই লাইনের r–ল- মধ্য দিয়া প্রবাঙ্গ বঙ্গে, কিন্তু ইহাতে তাহ হয় না ; H * এবং ইহা দ্বারা ষ্ট, এম, এফ, পরিবৰ্দ্ধিত হয় বলিয়া 猛毒鏈尊 ° ভূঁই ঐ লাইনের অধিক বাধা অতিক্রম করা হয়। এগুলি –= ৪৭৭ চিত্র দেখিলে বুঝা যাইবে । ইহাতে ব্যাটারি চিত্ৰ-৪৭৭ সমেত মাটেক্রোফোন প্রাইমারী কয়েলের সহিত ও লাইন সেকেণ্ডাদী কয়েলের সহিত সংযুক্ত, সুতরাং ব্যাটারির প্রবাহ লাইনের মধ্য দিয়া বহে না, কেবলমাত্র সেকেণ্ডারীতে সম্ভাবিত প্রবাহ লাইনের মধ্য দিয়া বহে ও ইহার ভোল্টেজ সেকেণ্ডাষ্ট্রর পাকসংখ্যানুপাতে ( প্রাইমারীর সহিত তুলনায় ) বৰ্দ্ধিত হয়। অধিকন্তু বাহাতে ব্যাটারির প্রবাহ প্রাইমারীর মধ্য দিয়া, কেবলমাত্র টেলিফোন ব্যবহার কালে, প্রবাহিত হয় তজ্জন্ত একটি সুইচের ব্যবস্থা থাকে। এ ছাড়া কোন স্থান