পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७७रे" শেষ হইয়া গেলে যন্ত্রটি ছকের উপর রাখিলে অপর আলো জলে। তখন এক্সচেঞ্জের লোক লাইন কাটিয়া দেয় । ৪৭৭ চিত্রে বেল বক্সের আধুনিক আভ্যন্তরিক সংযোজন দর্শিত হইয়াছে। ৪৭৮ চিত্রে ম্যাগনেটো সেটের সংযোজন দশিত হইয়াছে । ৪৭৯ চিত্রে একই sಧನ;| ဂ္ယီဒဲိ * লাইনে টেলিফোন ও মস* "百 {l Bন গ্রাফ কাৰ্য্য সাধন প্রণালী দর্শিত চিত্র—৪৭৮ চিত্র—৪৭৯ হইয়াছে । তমলুশীলনী । ১ । টেলিফোনে ব্যবহৃত মাইক্রোফোন ট্র্যান্সমিটার চিত্র সহ বিবরণ কর। ২ । রীলে দ্বার। বেল এর কার্ষ্য পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর। ৩। বেল, টেলিগ্রাফ ও টেলিফোনে বৈদ্যুতিক চুম্বক ব্যবহারের উদেষ্ঠ কি ? ৪ । একটি জলমগ্ন কেবল এর কোন স্থানে ‘ফুল-আখফণ্ট ঘটিয়া থাকিলে কিরূপে ধরিবে কত দূরে উহ। ঘটিয়াছে । e ; টেলিফোন যন্ত্রে ইওক্সিান কয়েল ব্যবহারের উদেষ্ঠ কি ? - ৬ । ইলেকটিক বেল সকল সিরিজ ভাবে সংযুক্ত হইলে ঠিক মত কাৰ্য্য করে ন!— তাহার কারণ কি ? $ w ৭। ম্যাপ্লেটো বেল এ স্থায়ী চুম্বক কেন ব্যবহৃত হয় । ৮ । টেলিফোনে কিরূপে শব্দ শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হয় ও ঐ বৈদ্যুতিক শক্তি হইতে কিরূপে পুনরায় শব্দ শক্তি পাওয়া যায় ? ৯ । কণ্টিনিউয়াস রিঙ্গিং বেল কাহাকে বলে । ইহ৷র সংযোজনাদির, চিত্র यश्चाहन ब्रि ।