পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক 88。 হইল। কিন্তু ইহাতে অনুবিধা এই যে, কোন একটি আলোক নিবাইয়া • দিলে অপরটি পুড়িয়া যাইবে। এই অনুবিধা নিবারণের নিমিত্ত ডায়নামেদ্বয়ের সংযোগ স্থল হইতে তৃতীয় একটি তার প্রয়োজন হয়, সেইজন্ত এই প্রণালীকে ‘তিন তার প্রণালী বলে। এই তৃতীয় তারের কার্য্য কোন একটি আলোক নিবাইয় দিলে অপর গালোকটির প্রবাহ আলোক হইতে ইকার মধ্য দিয়া ডায়নামোত্তে বা ডায়নামে ছষ্টতে ইহার মধ্য দিয়া আলোকে গিয়া উহাকে ঠিকমত ক্ষমত প্রদান করে ও এইভাবে যে কোন স্থানীয় অথবা সংখক আলোককে ইচ্ছানুযায়ী নিবাইয়া বা জালিয়া দেওয়া সম্ভবপর হয়। এই তারটির উভয়দিকে সমান ভার থাকিলে ইহার মধ্য দিয়া প্রবাহ ; বহিবে না—সেইজন্ত ইহাকে ‘নিউট্রাল অয়ার’ ( Neutral wire ) বলে এবং ইহা o বা + দ্বারা চিহ্নিত হয়, শেষ চিহ্নটা নির্দেশ করিতেছে যে ঈহ প্রথম ডায়নামোর পজিটিভ তার ও দ্বিতীয় ডায়নামোর নেগেটিভ তার। নিউটাল তারের উভয়দিকে ভার সমান না হক্টলে ইহাৰ মধ্য দিয়া প্রবাহ বহিবে, নিম্নদিকে ভার অধিক হইলে ডায়নামে হঠতে ইহার মধ্য দিয়া প্রবাহ বহিবে আর উপর দিকে ভার অধিক হইলে ডায়নামে অভিমুখে প্রবাহ বহিবে । কাৰ্য্যতঃ শক্তি ব্যবহারকগণকে এরূপভাবে ভাগ করিয়া দেওয়া হয় যে নিউটাল তার দিয়া যতদূর সম্ভব কম প্রবাহ বহে। সচরাচর নিউটাল তারের মূলত পার্থের তারের স্থূলতার প্রায় আৰ্দ্ধক হয়। কয়েক প্রকার উপায়ের সাহায্যে তিন তার প্রণালীতে কেবলমাত্র একটি ডায়নামো ব্যবহার করা যাইতে পারে, যথা,— ( ১ ) ষ্টোরেজ ব্যাটারি প্রণালী ৪—ইহাতে একটি ষ্টোরেজ ব্যাটারিকে পাশ্বের তারদ্বয়ের মধ্যে সংযোগ করা হয় এবং নিউটাল তারাটকে এরূপ স্থানে সংযোগ করা হয় যেন উহার চাপ ঠিক মত হয়। (২) ডবল ডাক্সলামো প্রণালী ৪—(চিত্র—৫৭২), ইহাতে একটি আমেচার কোরে দুইটি তার জড়ান ও তাছারা দুইটি পৃথক