পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৪৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ૨ જ বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক م۔م۔م حبی. ۔مر میر م۔م۔م۔ বিপরীত মেরু স্বই হয় ও তদ্বারা লৌহটি পুনরায় চুম্বকে আকৃষ্ট হয়, এই সময়ে চুম্বক ও লৌহের মধ্যে বাৎপ্রতিঘাতের একটি শব্দ হয়। প্রবাহের স্পন্দন হার যত অধিক হুইবে, এই শব্দও তত দ্রুত ঘটিতে থাকিবে ও তীক্ষ শব্দ শ্রত হইবে। লৌহদ্বয় উত্তপ্ত হইবার কারণ এই যে কয়েলের মধ্যে অলটারনেটিং প্রবাহ বহে বলিয়া লৌহের মধ্যে উৎপন্ন বলরেখার সংখ্যা ও দিক পরিবৰ্ত্তিত হইতে থাকে, এইজন্য লৌহ পরিচালক বলিয়া উহার মধ্যে সম্ভাবিত প্রবাহ বা এডিকারেন্ট স্বল্প হয় ও ঐ প্রবাহ হেতু উহার উত্তপ্ত হয়। এইজন্ত অলটারনেটিং কারেন্টের যন্ত্রগুলির লৌহময় অংশকে ল্যামিনেটেড করিতে হয় । কণ্টিনিউয়াস কারেন্টের ন্যায় অলটারনেটিং কারেন্টেরও ইলেক্টেডিনামিক অর্থাৎ প্রবাহের উপর প্রবাহের গতি উৎপাদন ফল দৃষ্ট হয়। দুইটি কয়েলের মধ্যে একটিকে আবদ্ধ ও অপরটিকে আলগা রাখিয়া উভয়ের মধ্য দিয়া অলটারনেটিং প্রবাহ দিলে কয়েলদ্বয়ের মধ্যে আকর্ষণ বা নিক্ষেপণ হয়—উভয় কয়েলে প্রবাহ সৰ্ব্বদা একই দিকে বহিতে থাকলে আকর্ষণ, আর বিপুরীত দিকে বহিতে থাকিলে নিক্ষেপণ হয় । প্রবাহ অলটারনেটিং বলিয়া উক্ত কাৰ্য্যাবলীর কোন হানি হয় না, কারণ একটি কয়েলে প্রবাহের দিক পরিবৰ্ত্তিত হইলে সঙ্গে সঙ্গে অপর কয়েলটিতেও প্রবাহের দিক পরিবর্তিত হয়। কিন্তু যদি একটি কয়েলে অলটারনেটিং কারেন্ট ও অপরটিতে কণ্টিনিউয়াস কারেন্ট দেওয়া যায় তাহা হইলে আকর্ষণ ও নিক্ষেপণ পর পর দ্রুত ঘটিতে থাকে বলিয়া আলগা কয়েলকে স্পন্দিত হইতে দৃষ্ট হয় । কণ্টিনিউয়াস কারেন্টের ন্যায় অলটারনেটুং কারেন্টেরও রাসায়নিক ফল অর্থাৎ ইলেক্টোলিসিস কাৰ্য্যে রাসায়নিক বিশ্লেষণ করিবার ক্ষমতী, আছে বটে, তবে প্রবাহের দিক পরিবৰ্ত্তিত হইতে থাকে বলিয়। ইলেক্টোড দ্বয়ের মেরুত্ব পরিবত্তিত হয়, অর্থাৎ উভয় ইলেক্টোডই পর পর উভয় মেরুত্ব