পাতা:বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Gro বিদ্যুৎ-তত্ত্ব শিক্ষক কুটাগুলি বারংবার আকৃষ্ট হইয়া দণ্ডের বা রুমালের গায়ে লাফাইয়া উঠে ও মুহূৰ্ত্তকাল লাগিয়া থাকিয়া পুনরায় পড়িয়া যায়। ( চিত্র—৮৫ ) । (খ) ঠিক এইরূপে একটি ইবনাইট দওকে ফ্লানেল দ্বারা ঘর্ষণ করিয়া কাগজ বা কুটার টুকরা লইয়। পরখ করিলে দেখা যায় যে ঐ রূপই ঘটে । পিথ বহল ইলেকট্রোক্ষোপ ( Pith Ball Electroscope) :—oft সোলার গুলিকে সিস্কের স্থত। রাধিয়া ঝুলাইয়া একটি সিল্ক দ্বারা ঘৰ্ষিত কঁাচদও তাহার নিকটে ধৰ্মী আনিলে গুলিটি প্রথমে আকৰ্ষিত হইয়া চিত্ৰ—৮৬, ৮৭ কাচদগুকে স্পর্শ করে ও তৎপরেই নিক্ষিপ্ত হয়। (চিত্র—৮৬, ৮৭) বিন্দুরেথ পুৰ্ব্বাবস্থা নির্দেশ করতেছে। অতএব দেখা যাইতেছে যে ঘর্ষণের পর র্কাচ, ইবনাইট, সিল্ক বা ফ্রানেল নূতন গুণ প্রাপ্ত হয়, এই গুণের হেতু উহাদের বৈদ্যুতিক অবস্থা প্রাপ্তি বা চলিত ভাষায় বিদ্ব্যদ্বান হওয়া । ঘর্ষণ দ্বারা একটি বস্তু হইতে বিদ্যুৎ নি:স্বভ হইয়া অপর বস্তুটিতে প্রযুক্ত হয়, ইহাই বৈদ্যুতিক অবস্থা প্রাপ্তির কারণ । একটি বস্তু হইতে বিদ্যুৎ গ্রহণ ও তাহা অপর বস্তুতে দান, একটি বস্তুর সহিত অপর একটি বস্তুর ঘর্ষণ দ্বারা করা যায় এই জন্যই ইহাকে ঘর্ষণজাত বিদ্যুৎ বলে। ঘর্ষণ কালে ঘর্ষণের জন্য যে কার্ধশিক্তি লাগে তাহ বিভিন্ন পোটেনস্যালে স্থিত বিদ্যুৎরূপ “বৈদ্যুতিক শক্তি"তে পরিণত হয় । যুগপৎ সমপরিমাণ বিদ্যুহ স্বজন্ম :–পূৰ্ব্বেই বলা হইয়াছে, ঘর্ষণকালে একটি বস্তু হইতে বিদ্যুৎ নি:স্বত হইয়া অপর একটি বস্তুতে প্রবিষ্ট হওয়া, বস্তু দুইটির বিদ্যদ্বান হইবার কারণ। স্বতরাং স্পষ্টভই একটি বস্তুর যে পরিমাণ বিদ্যুৎ হ্রাস হয় অপর বস্তুটির ঠিক সেই পরিমাণ বিচ্যংলাভ হয় এবং যদি তাছাদের পরস্পরকে পরিচালক দ্বারা সংযুক্ত করা যায় তাহা হইলে একটির বাড়তি বিদ্যুৎ অপরটিতে