পাতা:বিবিধ কথা.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉>bア বিবিধ কথা দূরে নিক্ষিপ্ত হইতেন—সেই অতুলনীয় হৃদয়-বল ও কৰ্ম্মশক্তি শিলাময় শিবত্বে নিৰ্ব্বাণ লাভ করিত, ইস্পাত আবার খনিগর্ভে লুকাইত। কিন্তু ইস্পাত আগুনের মুখে পড়িল—তাহার প্রকৃতির মধ্যে এমন কিছু মিশিয়া গেল যাহাতে জগতের লৌহশূখল ছেদন করিবার মত একখানি স্বতীক্ষ আয়ুধ নিৰ্ম্মাণ করা সম্ভব হইল। সে যুগের সেই তথাকথিত উচ্চ-আদশে-লুব্ধ অথচ নিরতিশয় অতৃপ্ত, শতাব্দীব্যাপী মন্থনের শেষে মন্থনোদ্ভূত বিষপানে কাতর—নবযুগের এই নচিকেতা—মৃত্যুর মুখে অমৃতের বাণী শুনিতে চাহিয়াছিল ; কিন্তু মৃত্যুপুরে—সংসারের বাহিরে —তাহাকে যাইতে হয় নাই ; জীবনের পথেই সে তাহাকে শরীরীরূপে প্রত্যক্ষ করিয়াছিল। কেমন করিয়া তাহার সেই উদ্ধত প্রশ্ন স্তম্ভিত হইয়াছিল, উত্তরকালে তাহাই স্মরণ করিয়া স্বামিজী বলিয়াছিলেন— “I felt his wonderful love” 4: Cosăi Co. of TTTER— The sails of his ship were filled with every wind that blew, earthly cries, the sufferings of the ages, fluttered round him like a flight of famished gulls. —ইহা যে কি কারণে ঘটিয়াছিল, তাহা স্বামিঞ্জী নিজে যেমন জানিতেন আর কেহ তেমন জানিবে না । র্যাহারা বিবেকানন্দের জীবন-কাহিনী পড়িয়াছেন, তাহার একটি বিষয় অবশ্যই লক্ষ্য করিয়াছেন—সে জীবনে সৰ্ব্বদাই যেন একটা বন্ধনবেদন ছিল । সত্য বটে—ম: রোলার ভাষায়— His super-powerful body and too vast brain were the predestined battle-field for all the shocks of his storm-tossed soul. The present and the past, the East and the West, dream and action struggled for