বিবিধু প্রবন্ধ । 之多。. মনে হইয়া থাকিবে যে, পুত্র প্রসব করিয়া আমাকে না দেখাইতে পাইয়া না জানি সীতার কতই দুঃখ হইয়াছিল। সীতাও তমসাকে বলিতেছিলেন– - কিং বা মাত্র পন্থদ্যএ জে৭ তারিসাণং মম পুত্তকাণং ইসিবিরলকোমলধঅলদসণুজলকবোলং অণুবদ্ধমুদ্ধকাঅলিবিহসিদং নিবন্ধকাঅসিহওঅং অমলমুহপূওরীঅজুঅলং ণ পরিচুম্বিদং অজ্জউত্তেণ । প্রসব করিয়া আমার কি হইল, মদীয় তাদৃশ পুত্রদ্বয়ের অবিরল কোমল -ধবল দশন পংক্তিতে সুশোভিত সমুজ্জল-কপোলশোভি মৃদুমধুর হাস্যে বিললিত কাকপক্ষালঙ্কত অমল মুখপদ্মযুগল আৰ্য্যপুত্র চুম্বন করিলেন না । + - যদি রাম সত্য সত্যই এরূপ ভাৰিয়া থাকেন, তবে অবশ্যই তাহার মন হইভে একবার সীতার বিরহভাব অপগত হইয়া থাকিবে । তিনি পুনৰ্ব্বার পুত্রক্রেীড়া প্রশ্ৰুতস্তনী সীতা সহ আপনাকে সংসারী দেখিতে পাইয়া থাকিবেন । সীতাও তমসাকে কহিলেন— এদিণ। অবচ্চসংস্থমরণেণ উস্সসিদপত্ন দথলী তাশং চ পিছণোসখ্রিধাণেশ খণমেত্তং সংসারিণী শ্মি সংবুক্ত । অপত্যস্মরণে আমার স্তন্তক্ষরণ হইতেছে এবং সেই পুত্রদিগের পিতার সন্নিধানে থাকিয়া যেন আমি ক্ষণমাত্র সংসারিণী হইয়াছি । ইহার পরেই কবি তমসার মুখ দিয়া সস্তান যে দম্পতী প্রণয়ের পরম বন্ধন, ইহা স্পষ্ট করিয়াই বলিয়া দিলেন। যথা— কিমত্রোচ্যতে ? প্রসবঃ খলু প্রকর্ষপৰ্য্যস্তঃ স্নেহস্য। পরঞ্চৈতদন্তোন্তসংশ্লেষণং পিত্রোঃ । ... অন্তঃকরণতত্ত্বস্য দম্পত্যোঃ স্নেহসংশ্রয়াৎ ৷ আনন্দগ্রন্থিরেকোইয়মপত্যমিতি বধ্যতে ॥ কি বলিব—-সন্তান স্নেহের পরাকাষ্ঠ, এবং পিতামাতা র পরম বন্ধন । --
পাতা:বিবিধ প্রবন্ধ (ভূদেব মুখোপাধ্যায়) প্রথম ভাগ.djvu/২৯
অবয়ব