পাতা:বিভূতি রচনাবলী (অষ্টম খণ্ড).djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sఫి বিভূতি-রচনাবলী জীবকুল স্থপ্ত। অপূর্ব স্বন্দর দেশ। বোধহয় ঐ গ্রহে তখন বসন্ত ঋতু। সেই দিকৃদিশাহীন .অরণ্যে কাস্তারে নাম-নাজান কত কি বন-কুসুম-সুবাস । বনে বনে ছাওয়া সারা দেশ। বনের গাছপালার মধ্যে দিয়ে বেঁকে এসে ওর সার্থী তারার নীল জ্যোৎস্না পড়েচে । নৈশ পক্ষীকুলে কচিৎ পক্ষ-বিধুনন । গ্রহের দিকবিদিক সে চেনে না । পৃথিবীতে গেলে তবে উত্তর দক্ষিণ দিক বুঝতে পারে । এ গ্রহের লোকে কাকে কোন দিক বলে কে জানে ? কিন্তু এর মাঝামাঝি থেকে একটু বা দিকে ঘে'বে এক উত্তঙ্গ শৈলশ্রেণী বহুদূর বোপে চলে গিয়েচে, অনেক ছোট বড় নদী এই শৈলগাত্র থেকে নেমে চলেচে নীচেকার বনাবৃত উপত্যকায় । দু'একটি বড় জলপ্রপাত বনের মধ্যে। ওর আকাশে বাতাসে বনে বনানীতে কেমন একটি শুদ্ধ, অপাপবিদ্ধ আনন্দ । এর বাতাসে নিঃশ্বাস-প্রশ্বাস যে নেবে, সে-ই যেন হয়ে উঠবে আনন্দময় ব্ৰহ্মদশী ভক্ত, ধীর ও নির্লোভ, তৃষ্ণহীন ও উদার। এর বনতলে জীবের অমরত্বের কথা লেখা আছে, লেখা আছে এ বাণী যে এই বনতলে তার আসন পাতা । উচ্চ জগৎ বটে । হঠাৎ ও দেখলে একটি বনপাদপের তলে শিলাসনে স্বয়ং কবি ক্ষেমদাস বসে । ও দেখে বড় খুশি হয়ে কাছে গেল। ক্ষেমদাস বল্পেন—এসো এসো, যিনি আদি কবি, বিশ্বস্রষ্ট, তার বিস্ময়ে আমি কবিতা রচনা করচি । —আপনি এ গ্রহ জানেন ? —-কেন জানবো না ? এ রকম একটা নয়—দীর্ঘ বনফুলের মালার মত একসারি গ্রহ আছে বিশ্বের এ অংশে । আমি জানি । তবে এখানে আসতে হয় যখন এ গ্রহে রাজি । —কেন ? 尊 —এখানকার লোক উচ্চশ্রেণীর জীব । ওরা আমাদের দেখতে পাবে দিনের আলোয় । এখন ওরা স্বপ্ত। ব’সো ওই শিলাসনে । বেশ লাগে এখানে । লোকালয় এ গ্রহে খুব কম । বনে হিংস্ৰ জন্তু নেই। কেমন নীল জ্যোৎস্ব পড়েচে দেখেচো ? বড় ভালবাসি এ দেশ । —আপনি এখানে আসেন কেন ? –একটি তরুণ কৰি আছে এ গ্রহে, তাকে প্রেরণা দিই। ভগবভক্ত। এই শিলাসনেই সে খানিক আগেও বসে ছিল। প্রতি রাত্রে নির্জনে এসে বসে। স্বষ্টির এ সৌন্দর্যের স্তবগান রচনা করে। ওই তার উপাসনা। তুমি জানো আমারও ওই পথ । তাই তার পাশে এসে দাড়াই। —তিনি দেখতে পান আপনাকে ? 龜 —না। আমাকে বা তোমাকে দেখতে পাবে না । তোমার সঙ্গী যতীনকে দেখতে পেতো । সে এখন কত বড় ছেলে ? পুষ্প সলঙ্গভাবে বল্লে—ন’বছরের বালক । ক্ষেমা হেসে বল্লেন—আবার নব জন্মলীলা । বেশ লাগে আমার। আবার মাতৃক্রোড়ে যাপিত শৈশব । চমৎকার! পুপ হেসে বল্পে-সন্ন্যাসী এখানে উপস্থিত থাকলে আপনার কথা মেনে নিতেন ।