S8 বিভূতি-রচনাবলী
অগুস্ত্র চলে যাও । মেয়েটির সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না আর, এই বলে দিচ্ছি।
-Cध ठाiुख्छ
—ক’দিনের মধ্যে যাবে ?
—পনেরোটা দিন সময় দিন আমায় ।
-ऊांदें क्षिजांभ । षां७, ७थन छटल साँe ।
দারোগীবাৰু আমার বাড়ী চ খেতে এসে বললে—কেমন জন্ম করে দিয়েছি বলুন ডাক্তারবাবু ? অার কখনো ও এপথে পা দেবে না। যদি ওর জ্ঞান থাকে। কি বলেন ?
—আমার তাই মনে হয় ।
—কবে আমার ওখানে আসছেন বলুন—একদিন চা খাবেন আমার বাড়ী।
—হবে সামনের হপ্তায় ।
—ঠিক তো ? কথা রইল কিন্তু ।
—নিশ্চয়ই |
দ্বারোগ চলে গেলে স্বরবালার সঙ্গে দেখা হোল বাড়ীর ভেতরে। সে বললে—হঁ্যাগা, আমি কি তোমার জালায় গলায় দড়ি দেবো, না, মাথা কুটে মরবো ?
—কেন, কি হোল ?
—কি হোল ? কেন তুমি রামপ্রসাদবাবুকে আজ অমন করে পাঁচজনের সামনে অপমান করলে বলো তো ? তোমার ভীমরতি ধরবার বয়েস তো এখনও হয় নি ?
. —কে বললে তোমাকে এসব কথা ?
স্বরবালা ঝাঝের সঙ্গে বললে—আমার কানে কথা যায় না ভাবছো ? সব কথা যায়। নাক-ছেদী গিন্নি এসে আমায় সব কথা বলে গেল—বেীমা, এই রকম কাও । নাক-ছেদা গিন্নি অবিপ্তি খুব খুশি । তোমাকে নমস্তস্তৈ কে. না করবে এ গায়ের মধ্যে ? কিন্তু এ কাজটা কি ভাল ।
—নাক-ছেদী গিন্নি এ সংবাদ এর মধ্যে পেয়ে গিয়েছেন ? বাবা: গায়ের গেজেট কি আর সাধে বলে ! তা কি বকবে শুধুই, না, খেতে টেতে দেবে আজ ?
স্বরবালা আর এক দফা সদুপদেশ বর্ষণ করলে খাওয়ার সময়। গ্রামের মধ্যে কে কি করছে সে সব কথার মধ্যে আমার দরকার কি ? নিজের কাজ ডাক্তারি, তা নিয়ে আমি থাকতেই তো পারি। সব কাজের মধ্যে মোড়লি না করলে কি আমার ভাত হজম হয় না ?
আমি ধীরভাবে বললাম—তা বলে গায়ে যে যা খুশি করবে ?
—করুক গে, তোমার কি ? যে পাপ করবে, ঈশ্বর তার বিচার করবেন । তোমার সর্দারি করতে যাওয়ার কি মানে ? অপরের পাপের জন্তে তোমায় তো দায়ী হতে হবে না।
—কি জানো, তুমি মেয়েমানুষের মত বলছে। আমি এখন এ গায়ে পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারী, পাঁচজনে মানে চেনে। এ আমি না দেখলে কে দেখবে বলে । গ্রামের নীতির
জন্তে আমি দায়ী নিশ্চয়ই।
পাতা:বিভূতি রচনাবলী (একাদশ খণ্ড).djvu/৩৪
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
