পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

श्रृंशंभ झूर्श्व আবার আলোক ফুটিল। সেই দৃপ্ত। পীতাম্বরের অংশে মোহিনী ও তুলসী মোহিনী । ( কাদিতে কঁাদিতে ) আমি হতভাগী যদি বাপের বাড়িতে দেরি না করতুম। পরশু কেন দিনের গাড়ীতে এলুম না, সন্ধ্যে-বেলায আমি এসে পড়লে ত এমন সর্বনাশ হয় না। বা তুলসি, কাল থেকে তুই খাস নি দাস নি, কেঁদে কেঁদে ঘুরছিল। তুই তার অনেক করেছিস তুলসী, তুই তার মেয়ে ছিলি— তুলসী। ছাই ছিমু ছোট-বেীম, সাধে কি আমাদের ছোটনোক চাড়াল বলে। আকুলি আমি নিজের পিণ্ডি অধিবার নেগে সাথে এলুম নি। আমি যদি বৌমার সাথে চালটে দিতি আসতাম, তা’লে কি এমন কাও করতি পারে বেীমা । কী জানি, কী হল, কী মনে ছ্যাগ মায়ের, কেন এমন করে ফাকি দিয়ে পালিয়ে গেলি মা । ওগো মাগো— আকুলভাবে কাদিতে লাগিল মোহিনী । কঁাদিস নে তুলসী, তুই কী করবি ? তুই কি আর জানতিস ? তুলসী । তা-ও না এমু, এট, পবে চাদ উঠেছে, দেবতা ধরণ করেছেন দেখে আবার বেরোমু বাচ্ছাটারে খুজতি। জলের ধারে মা আমার দেখা দিলে গো, তবু আমি আবাগি চেযে দেখলুম নি। ( হঠাৎ নিজের দুই গালে চড়াইতে চড়াইতে ) পোড়ারমুকি, আকুসি, ছাগল খুজিবি, ট্যাক পাবি, না ? অাৰুসির ভূতের ভয, মরতে হবে নি তোরে ? তোরে ষমের বাড়ি যেতে হবে নি ?