পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विडौग्न झुश ] বিরাজ-বেী ૪. ૨૬ বিরাজ । ( নেপথ্যের দিকে চাহিয়া ) ই গো হুঁ, ভাল হবে । কেন ভাল হবে না ? হবে বই কি । পিছনে পূৰ্ব্বোক্ত রমণী প্রবেশ করিল রমণী । কে মা তুমি ? ভাল হবে বলছ ? ভাল হবে ? বিরাজ । হা গো, তাই ত বলছি । আর যদি এক কাজ করতে পার-— রমণী । নিশ্চয় করব, বল মা । বিরাজ । তাকে যদি একবার ডেকে আনতে পার, তাহলে আর কোন ভাবনা থাকবে না । দেখো । রমণী। ( সাগ্রহে ) কাকে মা ? কাকে বল। আমি এক্ষুণি গিয়ে নিয়ে আসব, যত টাকা লাগে, কোথায়, কী নাম বল ? বিরাজ । ( সলজ্জ হাসিয়া ) ও মা, নাম কি বলতে পারি গা । নাম দরকার নেই, একবার দাদাঠাকুর বলে দাড়ালেই হবে, টাকা সে চায় না বলিতে বলিতে চলিয়া গেল রমণী । ঠিকানাট বলে দাও মা, ও মা— পুরুষের প্রবেশ পুরুষ। কার সঙ্গে বকছ ? কাল শুনলে না, ওর মাথার ঠিক নেই, পাগল ? চল । রমণী । ছোক পাগল । সংসারে কে পাগল নয় বল ? আমিও ত পাগল হয়েই আছি । ওর মুখ দিয়ে যদি মা মঙ্গলচণ্ডী আমার ওপর দয়া করে থাকেন, ( প্ৰণাম করিল ) মা গো । আমি জোড়া পাঠ দিয়ে— বলিতে বলিতে চলিয়া গেল