পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২ণ্ড বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক পুরুষ। আবার চললে কোথায় ? নাঃ ভাল বিপদ– অনুসরণ করিল নাস ও একটি বধিয়সী রোগিনীর প্রবেশ রোগিনী । ই গো বাছা, রাত্তিরে একটু মাছ দিতে বলে না গা । পোড়ারমুখোরা সব চুরি করে নিজেদের পেটে পুরছে, কোম্পানী মুখপোড়া কি মরেছে নাকি ? নাস। চেঁচামেচি ক’র না বাপু । ওদিকে ডাক্তারবাবু রয়েছেন, শুনতে পেলে তোমার মাছ খাওয়াও বার করে দেবে, তোমাকেও বার করে দেবে। রোগিনী । ( সুর ফিরাইয়া ) ওমা, চেঁচামেচি করব কেন ? আমরা তেমন ঘরের মেয়ে নই, ছিছি । নাস। আমি বলে দেব’খন তোমাকে যাতে মাছ দেয় । বুড়ে মানুষ, একটু সাবধানে থেয়ো f রোগিনী । ও মা ! মেয়ের কথা শোন ! আমি ঠাট্ট করে বলছি গা । পোড়া কপাল খাওয়ার । খাওয়া আবার কী ? তোমার বাড়-বাড়ন্ত হোক, বড় ভাল মেয়ে । কী বলব মা, তোমাদের ত সোয়ামী পুত্তর থাকতে নেই, মনের মতন ভাব-সাব হোক, মুখে থাকে । ( নাস" চলিযা যাইতেছিল ) ঐ যদিন বয়েস আছে মা তদ্দিন স্বথ-স্বচ্ছন্দে থাকে, তারপর— নাস। এই যে সাত নম্বর । বিরাজের প্রবেশ বিরাজ। আমাকে বলছ ? নাস। তা না ত আর কাকে বলব বল ? তুমি ছাড়া আর সাত নম্বর কট আছে এ ঘরে ? বকিতে বকিতে অপর দিকে প্রস্থান