পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Տ ՀԵ বিরাজ-বে। [ চতুর্থ অঙ্ক নাস। আহা, জলে ডুবে গিয়েছিলে ? কেমন করে ? নৌকোয় করে যাচ্ছিলে বুঝি ? বিরাজ। না গো, বজরা করে যেতে যেতে, জলে ঝাপ দিয়েছিলুম। না, না গো, পড়ে গিয়েছিলুম। নাস। ত, তারা তোমার তুললে না ? তোমার আপনার লোক যারা ছিল বজরায় ? বিরাজ । না না, সে আপনার লোক নয়, আপনার লোক নয় । সে শক্র, মহা শক্র সে, আমাকে ধরে নিয়ে যাচ্ছিল । না, না, ধরে নয়— নাস। (স্বগত: ) পাগল । ( প্রকাশুে ) হ্যা বুঝতে পেরেছি। তাহলে তুমি যাবার ব্যবস্থা কর । বিরাজ। তুমি আমার কথা বিশ্বাস করছ না বুঝি ? নাস। না, বিশ্বাস করব না কেন । বিরাজ । ই গী, সত্যি করে বল ত, আমি কি পাগল হয়ে গেছি ? আমার সব কথা মনে পড়ে না, এই এটা ত শ্রাবণ মাস— নাস। এটা মাঘ মাস পড়েছে— বিরাজ । হ্যাঁ, হ্যা, মাঘ মাস। আমার কেবল মনে হয়, এটা শ্রাবণ মাস। সেই ষে শ্রাবণ মাসের রাত্তিরে—সে কী জলের স্বাক্ট মা, সেই জলে আমাকে বেরোতে হল—সেই জলে আমার সব ভেসে গেল—আমার বাড়ি ঘর আমার সোয়ামী সংসার ধৰ্ম্ম—সব ভেঙ্গে গেল মা—( কাদিয়া ফেলিল ) নাস। আহা ! তা তুমি এখন শোও গে যাও বাছ । বিরাজ । ভূমি মনে করছ পাগলের মত বকছি ? ঐ ওদের বৌটি, বার ছেলেটিকে কাল এনেছে—তার সোয়ামী বললে পাগল।