পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃশু ] বিরাজ-বে। * २♚ কিন্তু আমি ত পাগল হই নি । সব কথা ত ভুলে যাই নি । আমাকে কেউ জলে ফেলে দেয় নি, সত্যি বলছি আমাকে কেউ ছোয় নি, ওমা, মিছে কথা বলি না আমি—আমার ছায়াটা পৰ্য্যস্ত কেউ ছোয় নি— বেশ মনে আছে, খালি বজরায উঠেছিলুম মাত্র, তবু আমার দোষ হবে ? নাস। না, দোষ কেন হবে । পাগল হও নি ত তুমি । তুমি ত ভাল হয়ে গেছ । এই এত দিন ধরে চিকিৎসা হল, ভাল হয়েছ বলেই ত যাবার কথা বলছি । বিরাজ । হ্যা মা, চলে যাব । কাল সকালেই চলে যাব । কিন্তু পাগল হই নি আমি । পাগল হয়েছিলুম আমি সেই সে রাত্তিরে—সে কী জল মা, এমন জল তুমি কোথাও দেখ নি । মাথার ওপর অঝোর ঝরে জল ঝরছে, আর পাযের নিচে নদীর সে কী মূৰ্ত্তি, সেই রাত্তিরে জ্ঞান ছিল না । জ্ঞান থাকলে আর সুন্দরীর নৌকোয় উঠি । কিন্তু মা দুর্গ বক্ষে করলেন । জেগে উঠতেই শুনীতে পেলুম জলের ভেতর থেকে ম! দুৰ্গা ডাকলেন—ওরে, পালিযে আয, পালিযে আয় । নাস। এসব কথা কারুকে ব’ল না যেন । তুমি ইচ্ছে করে জলে ডুবেছিলে বললে পুলিশে ধরবে, আদালতে নিয়ে যাবে। বিরাজ ! ( সভযে ) না না, আমি বলব না । কিছু বলব না। তুমি বড় ভাল মেযে মা । নাস । তোমার বাড়ি কোথায় গা ? বিরাজ । বাড়ি ? বাড়ি কি আছে মা ? সব ভেসে গেছে । নাস । আহা, ফি বছরেই এমনি কত লোক আসে, বাপে স্বয়-দোর ভেসে যায় । তা, তুমি এখন কোথায় যাবে ? বিরাজ । যাব ? যাব—(চিস্তা করিয়া ) কেটরামপুর জান ? আমি সেই খানেই যাব । তারা কি একটু জায়গা দেবে না ? సె