পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*S Ob- বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক বলিয়াই সে সবিস্ময়ে চাহিয়া মেথিল, দাদার স্নেহ-কোমল দৃষ্ট এক নিমিষে পরিবর্তিত হইয়া গিয়াছে। নীলাম্বর বোনের মুখের প্রতি চাহিয়া কঠিন স্বরে বলিল— নীলাম্বর । পুটি— ডাক শুনির হরিমতি ভীত ও অতিশয় কুষ্ঠিত হইয় পড়িল । সে কখনও দাদার কাছে ভৎসন পায় নাই। ক্ষোভে ও অভিমানে তাহার মাথা হেঁট হইয় গেল। কিছুক্ষণ নীরবে দাড়াইয়া থাকিয় সে চোথে আঁচল চাপ দিয়া দ্রুতপদে ভিতরে চলিয়া গেল । নীলাম্বর উঠিয়া পদচারণা করিতে লাগিল । ক্ষণকাল পরে রিন্দু দাসী একটি রেকাবে কয়েকটি মিষ্টান্ন ও এক বাটি দুধ আনিয়া রাখিল, নীলাম্বর দেখিল না । বিন্দু। বড়বাবু, অনেক বেলা হয়েছে। নীলাম্বর । ( তাহার দিকে না চাহিয়া ) স্থ। বিন্দু। বৌদিদি বললেন—সকালে আজ কিছু খেয়ে বেরোন নি। নীলাম্বল্প । আচ্ছা । বিন্দু । ( কয়েক মুহূৰ্ত্ত অপেক্ষা করিয়া ) দুধ এনেছি বড়বাবু। লীলাম্বর জবাব দিল না। শুনিয়াছে কিনা বোঝা গেল না। বিন্দু আর কথা কহিতে পারিল না । হঠাৎ নীলাম্বরের দৃষ্টি তাহার পানে পড়িল নীলাম্বর। কী চাই ? বিন্দু। আপনার স্কুধটুকু— নীলাম্বর। ও । ( চৌকিতে বসিয়া ) দুধ আর খেতে পারব না বিন্দু, ক্ষিদে নেই। বিন্দু। অনেক বেলা হয়েছে, সকাল থেকে কিছু খান নি— নীলাম্বর। কিছু খাই নি ? আচ্ছা। ( বলিয়া একটা মিষ্ট তুলিয়া মুখে ফেলিয়। বলিল ) জার খেতে পারব না বিন্দু।