পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

}& e বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক বলিতে বলিতে সে ধামা হইতে একটা বড় গোল রুট বাহির করিয়া ভিখারিণীর দিকে আগাইয় গেল। কিন্তু কাছে গিয়াই হঠাৎ থমকিয়া দুই পা পিছাইয়া আসিল ও মুখ বিকৃত করিয়া বলিল— এ হে হে, এ যে রক্ত গো বাবু! মুখ দিয়ে রক্ত উঠেছে নাকি মাগির ? ও বাবু— ব্যক্তি। তোর অত কথার কাজ কী ? রক্ত উঠেছে কি না উঠেছে সে ডাক্তারি করবার জন্তে তোকে ডাকা হয় নি ত। যা করতে এসেছিস করে চলে যা । আ গেলো ! মহেশ। ( দূর হইতে রুটখানা ছুড়িয়া দিয়া ) লে বাবা, যদি বেঁচে থাকিস ত থা। দিই নি ত বলতে পারবি নি । ব্যক্তি । কটা হল রে ? মহেশ । তিন হল । একশো তিন । ব্যক্তি। আর পাচটা আছে ত ? চ দেখি গে ফের ওদিক পানে, কেউ নতুন এল কি না । মহেশ। রাত হতে চলল, আর কি কেউ আসবে ? সেই বুড়ী আর তার ছেলেট আরও চাইছিল বাবু, তাদিগে দিযে দিলে হয় না ? ব্যক্তি । ( দ্রুকুটি করিয়া ) কেন ? তাদের কেন ? তাদের ত দিলি । তবে ? আবার অত দয়া কেন ? মহেশ। অজ্ঞে, চাইছিল অনেক করে, তাই । একথান করে রুটিতে কি ওদের পেট ভরে ? ব্যক্তি। ও, একখানা রুটতে পেট ভরে না, না মহেশ ? তবে আমার যথাসৰ্ব্বস্ব এনে ওদের গহবরে ঢালি ? ওরা ষে আমার পুষ্ঠিপুত্তর। কেমন ? এই বুদ্ধি না হলে আর তোমার কপালে এত দুঃখু তার চেয়ে প্রথমেই ঐ ১০৮খানা রুট একটা লোককে ধরে দিয়ে নাচতে