পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*fक्ष्म छूश्च ] বিরাজ-বে। Y & Y নাচতে আমার মহেশচনার বাড়ি গেলে না কেন বাবা ? আরে বেটা, একজনকে এক রাশ দান করে ফায়দণটা কী হবে ? তারপর পরের জন্মে সে বেটা যদি বেইমানি করে ? তা হলে ? তাহলে আমি বেটা দাড়াই কোথা ? বল ? মহেশ । ও: বাবা, এত কথা আছে, এত হিসেব আছে এর মধ্যে, তা কে জানে ? ব্যক্তি। হা', হিসেব আছে বই কি । আমাদের ব্ৰজেন ম্যাষ্টার *Col—Never put all your eggs in one basket. To টাকা কি একটা ব্যাঙ্কে রাখতে আছে রে মুখু ? নে চল এগিয়ে । সন্ধ্যে হযে গেছে। বলে হিসেব । দান কি আমনি করলেই হল রে বাবা, দানের মৰ্ম্ম বোঝে কটা লোকে । মহেশ । তা যা বলেছেন। তা ঠিক । বলিতে বলিতে উভয়ের প্রস্থান একটি যাত্রী সেই গলিপথে যাইতে যাইতে শায়িত ভিখারিণীর কাছে থমকিয়া দাড়াইল । তারপর বিরক্তকণ্ঠে বলিল— যাত্রী। আ গেল ! একেবারে পথের ওপর শুয়ে আছে । ( রাগের স্বরে ডাকিল ) ওরে এই, শুনছিস, সরে শো, সরে শো। যত পাপ কি এইখানে— বিরাজ । ( মুখ ফিরাইয়া ) আমাকে বলছেন ? যাত্রী । তোমাকে না ত আবার কাকে ? পথ ছেড়ে গুতে পারিস না ? বিরাজ ৮ আমার অপরাধ হয়েছে বাবা । দেখতে পাই নি । সরিয়া গুইল। তাহার নয় কথায় বাত্রীট একটু নরম হইল। বলিল— যাত্রী । অমন পথের ওপর কি শোয় বাছ ? মাকুৰজন ৰাৰে জাসৰে—