পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե- বিরাজ-বেী [ প্রথম অঙ্ক হরিমতি । ( অবিশ্বাসের সুরে ) যাঃ, তুমি কেন বোষ্টম হবে ? তারা তু ভিক্ষে করে। আচ্ছা, বেষ্টি মরা সব ভিক্ষে কবে কেন দাদা ? নীলাম্বর। নেই বলেই কবে । হরিমতি । কিছু নেই তাদের ? তাদের পুকুর নেই, বাগান নেই, ধানের গোলা নেই, কিচ্ছুটি নেই ? নীলাম্বর । (সস্নেহে হাত দিয়া বোনটির মাথার চুলগুলি নাণ্ডিযা দিযা) কিছুটি নেই দিদি, কিচ্ছটি নেই। বোষ্টম হলে আর কিছুটি থাকতে নেই। হরিমতি। তবে তাদের কিছু দাও না কেন দাদা ? আমাদের ত এত আছে । নালাম্বর । ( সহণস্তে ) তোর দাদা ত পারলে না । তুই যখন রাজার বেী হবি দিদি, তখন দিস । হরিমতি । ( লজ্জায় দাদার বুকে মুখ লুকাইয়া ) যাঃ ! নীলাম্বর দুই হাতে চাপিয়া ধরিয়া তাহার মস্তক চুম্বন করিল। নেপথ্যে পুরাতন দাসী সুন্দরীর গলা শোনা গেল সুন্দরী । ( নেপথ্যে ও পুটি, বৌমা ডাকছেন, দুধ খাবে এস । হরিমতি । ( মুখ তুলিযা মিনতির স্বরে ) দাদা, তুমি বলে দাও না, এখন দুধ খাব না। এখনও আমার একটুও ক্ষিদে পায় নি । নীলাম্বর । ( হাসিয়া ) সে আমি যেন বুঝলুম, কিন্তু যে গাল টিপে দেবে, সে ত বুঝবে না । সুন্দরীর প্রবেশ সুন্দরী । বৌমা দুধ নিয়ে বসে আছেন পুটি । আর দেরি করলে অস্তি রাখবেন না ।