বিষয়বস্তুতে চলুন

পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বেী సి নীলাম্বর। ( তাহাকে তুলিযা দিযা ) যা, কাপড় ছেড়ে দুধ থেযে আয় বোন, আমি বসে আছি । হরিমতি অপ্রসন্নমুথে ধীরে ধীরে ভিতরে চলিয়া গেল সুন্দরী । এদিকে বৌদি বলতে মজ্ঞান, আবার একটা স্থাক দিলে ভয়ে কাটা । নীলাম্বর । ও তবু পারে. আমি ওকে কখনও বকতে ঝকতে পারি না । অথচ ও-ত ত হাতে করে মামুষ করেছে। সুন্দরী । আহা, তা আর করে নি । তিন বছরের মেয়ে, এই বেীবেটার হাতে দিযেই ত মা গেলেন । তা বড়-বেীমারই বা বয়স কত তখন । সেই বয়সেই বেীমা এক হাতে সংসার, আর এক হাতে ঐ মেয়েকে তুলে নিলেন । নিজের কোলে একটা দিয়েও রাখলেন না ঠাকুর, ঐ মেয়েই যেন ওর পেটের মেযে । নীলাম্বর । ও ছিল তাই পুটিকে বাচাতে পেরেছি সুন্দরী। নইলে আমি ত মড়া পুড়িযে আর—, তোর কাছে আর লজ্জা কী, তুই না জানিস কী । তবে যাই করি, মার বড় আদরের পুটীর আমি অযত্ন করি নি, মা ত দেখছেন । বলিতে বলিতে উদগত অশ্রু লুকাইয়। সে বাহিরে চলিয়৷ গেল । সুন্দরীও চলিয়া যাইতেছিল, এমন সময় যদু প্রবেশ করিল। তাহার কাধ হইতে একটি গামছা ঝুলিতেছে, গামছার প্রাস্তে ঝুলির মত অংশে কিছু শাকসঙ্গী যছ। এই ন্যাও বড়মা, তোমার পচ্চিমের গাছের কচি ডুমুর আর নোতুন নাউডগা । সেই সময় ছোটবে। মোহিনী খিড়কির দিক হইতে প্রবেশ করিল, তাহার হাতে একটি ছোট চুবড়িতে ফুল বেলপাত সুন্দরী। বৌমা তোমাকে খুজিছিলেন যে গো ।