পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о বিরাজ-বে। [ <यंथभ अक যদু। হ্যা হ্যা জানি । অ ছোটমা, এগুলো নাও ত মা । এ পলতা কি এখানকার ? এ সেই বামুন-ডাঙ্গার মাঠেখে তুলে এনেছি। বড়বাবুরে ভেজে দিও খনি। বড় মিঠে পলতা । মোহিনী পলত ডুমুর ও লাউডগা লইয়। রান্নাঘরে প্রবেশ করিল সুন্দরী । পলতা আনবে, তাও আবার সেই বামুন-ডাঙ্গায় যেতে হবে কেন ? এই ত দোরের পাশে— যত্ন । না সুন্দুর দিদি, বামুন-ডাঙ্গার মাঠের মতন এমন মিঠে পলত তুমি পাবা কোথায় ? সুন্দরী । ( সহাস্তে ) পলতার আবার মিঠে । বলে তেঁতুলের নেই মিষ্টি— যদু । স্যাও কথা । পলতা মিঠে নয় ? বলে নি দিদি অমন কথা । তোমার গে ব্যাসম দে মেখে, দুটো কেলে জিরে ফেলে ভেজে খেয়ে দেখ ত একবার । তোমার গে অসগোল্লা ফেলে খেতে হবে না ? হ্যা । সুন্দরী। তা শুধু পলতা তুললে যদুদ, অমনি ঐ গাছের ফলও দুটো তুলে দেখলে না কেন । যদু । তোমার মুখে ফুল চম্নন পডুক, তেমন দিন হলি ত বাচি দিদি । বুড়োমানুষ, পারতেছি কই । তা, তোমার গে, তুমি দিদি হও, তুমিই দুটো তুলে দ্যাও কেনে—হাঃ হাঃ হাঃ– সুন্দরী। আছ, আমি কেন পটল তুলতে গেলুম । তোমার মতন বুড়োও হই নি, হাবড়াও হই নি । যদু। না সুন্দুর দিদি, তোমার গে, তুমি উৰ্ব্বশীর মতন ছেরককাল বেঁচে থাক ভাই, ছেরুক্কাল বেঁচে থাক । হাসিতে হাসিতে প্রস্থান