পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বেী S X বিরাজ প্রবেশ করিল বিরাজ । ( নেপথ্য হইতে বলিতে বলিতে আসিল ) এইখানেই পাঠিযে দে ছোট-বোঁ । ( নীলাম্বরকে না দেখিয়া ) কোথায় গেলেন আবার ? অ সুন্দরী, ইনি গেলেন কোথায রে ? সুন্দরী । এই চণ্ডীমণ্ডপের দিকে গেলেন, পেল্লাম করতে বোধহয় । বিরাজ । যা দিকি, ডেকে আন । আজ কত বেলা হবে কে জানে । সুন্দরীর প্রস্থান বিরাজ তাহার ঘরের ভিতর হইতে আসন আনিয়া দাওয়ায় পাতিল বিরাজ। আর যদুকে যে বল্লুম—হারে সুন্দরী, যজু গেল কোথায় দেখ ত । নীলাম্বরের প্রবেশ নীলাম্বর । যদু কি আর যদুতে আছে। সাতগার চক্কোক্তিদের বড়বাবুর আজ অন্নপ্রাশন, কোথায় পলতা, কোথায় কাচকল, কোথায় ডুমুর ক’রে সে সাতগা ছেড়ে সাতগা চষে বেড়াচ্ছে। তুমিই ত পাঠিয়েছ । বিরাজ । পাঠাব না ? এই যে পাচ দিন পরে আজ দুটো ভাত থাবে তুমি, আচ্ছা, তুমিই বলে দাও, আমি কী দিয়ে তোমার পাতে ভাত দিই ? তুমি এ থাবে না, সে খাবে না, শেষকালে কিনা মাছ পৰ্য্যস্ত ছেড়ে দিলে । নীলাম্বর । ঐ মৃত দেহ ছাড়া বুঝি আর থাবার নেই ? পরমেশ্বরের বাগানে এত তরকারি রয়েছে । বিরাজ ! এত ত কত । ঐ থোড় বড়ি থাড়ী অাব খাড়া বড়ি থোড়। এ দিয়ে কি পুরুষমানুষ থেতে পারে ?