পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

છે ૨ বিরাজ-বেী [ প্রথম অঙ্ক এক থালি ফল মিষ্ট লইয়া অবগুষ্ঠিত মোহিনী প্রবেশ করিল বিরাজ। তুমি আবার হাতের কাজ ফেলে উঠে এলে কেন ੱਕੋবে ? পুটকে দিযে পাঠালেই হত । মোহিনী থালি রাখিয়া নীরবে প্রস্থান করিল নীলাম্বর । এ কী ? এত বেলায এ সব কেন ? বিরাজ । হ্যা, আজ রান্নার দেরি হবে। উঠে ব’সে । নীরবে স্মিতমুখে নীলাম্বর দাড়াইযা রহিল দেখিয়া বিরাজ তর্জন করিল— বিরাজ। উঠে এসে ব’সো, আর বেল ক’রে না । নীলাম্বর উঠিয়া আসনে বসিল নীলাম্বর । যথা আজ্ঞ । বিরাজ। কী হাসো, আমার গা জালা করে । দিন দিন তোমার খাওযা কমে আসছে—সে খবর রাথ ? গলার হাড় বেরোবার যো হচ্ছে, সে দিকে চেয়ে দেখ ? নীলাম্বর । অসুখ বিমুখ করলে একটু রোগা দেখাযই মানুষকে । বিরাজ । তুমি আমাকে বুঝিও না । এ সে রোগা নয। এ কি আজ হয়েছে, না, তুমি নিজের পানে চোখ তুলে দেখ কোন দিন ? নীলাম্বর । দেখেছি গো দেখেছি, ও তোমার মনের ভুল । বিরাজ । মনের ভুল ? তুমি গুণে একটি ভাত কম খেলে আমি বলে দিতে পারি, রতি পরিমাণ রোগা হ’লে আমি গাযে হাত দিযে ধরে দিতে পারি, তা জান ? নীলাম্বর । জানি জানি, জানি যে তোমার মতন পাগল আর নেই সংসারে ।