পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विउँौञ्च छूथ् ] বিরাজ-বেী S* নীলাম্বর । দোকান ভাল চলছে ত রে ? নবীন। আপনার ছিচরণের আশীব্বাদ দেবতা । কাল রাত্তিরে মগরাতেই ছিকু, তা শুযে শুয়ে ভাবছিকু, যার জমিতে বাস করি আমাদের সেই বড়বাবুও মাহাজন, আর এই মগরায় ইনিও মাহাজন, বামুনও বটে। কিন্তু একটা পয়সা বাকি থাকলে মাল বন্ধ । মাথা খুড়লেও মিলবে না । একেবারে কচ্ছপের কামড়, মেঘ না ডাকলে ছাড়ান নেই । যদু আসিয়া হক দিয়া গেল । নীলাম্বর হকায় মুখ দিল নবীন। তা চলি আজ্ঞে । দুটো দিন বাড়ি ছিলাম না, তাতেই মনটা উতলা হযে আছে। ঘরে ঘরে রোগ দেখে গিছি কিনা । হরিমতি মহাভারত হাতে প্রবেশ করিল হরিমতি । ও দাদা, রদূরে বসেছ কেন ? বৌদি মান করে দিয়েছে না ? নবীন। পেল্লায় বই যে দিদিঠাকরুণ। কী বই গো ? হরিমতি । মহাভারত । নবীন। দিদি আমাদের একাধারে নক্ষ্মী সরস্বতী। বড়বাবু, একটা কথা মনে পড়ল । & নীলাম্বর। কী কথা ? নবীন। বলি । যাও ত দিদি, দাদার জন্তে একটা পাখা নিয়ে এস ত । বিস্মিত হরিমতি মহাভারত রাখিয়া ভিতরে গেল নবীন । দিদিমণিকে দেখে মনে পড়ল । আমাদের মগরার রায়মশায়ের, একটি ছেলে আছেন বড়বাবু, আহা, হীরের টুকরো ছেলে । এবার তেনারে দেখেই আমার দিদিঠাকরুণের কথা মনে পড়ে। আবার