পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮ বিরাজ-বেী [ প্রথম অঙ্ক এখন দিদিঠা করুণকে দেখেই তেনার কথা মনে হল । যেমন কাত্তিকের মতন দেখতে, তেমনি একটা পাশের পড়া পড়তেছেন। আর বাপ অতি সজ্জন r আমার অনেক দিনের মাঙ্গজন ত, পযসাটা একটু বেশি চেনেন, তা হোক, টাকার নেকা জোকা নেই । তেমনি মান্সে গণ্যে — নীলাম্বর । মেয়ে খুজছেন নাকি ? নবীন । তা তেমন পেলেই দেন। আমণব সামনেই এক ঘটক এলেন কি না । শুনলাম কথাবাত্ত—তবে স্থা’ট একটু বেশি আমাদের রায়মশাযের । আবার পছন্দ-সই মেযেটিও চাই । তা ভাবলুম বলি যে, কত্তা, মেযে আছেন আমাদের গণযে জ্যাস্ত নক্ষ্মী পিরতিমে । সে মেযে দেখলে হুঁ করতে ভুলে যাবেন কত্তা ! ( হাস্ত ) নীলম্বর । ছেলেটি তুমি শল বলছ ? খবচ, আমি করব, ঐ একটি বোনের বিযে বই ত নয। তা একবা ব—, না, এখন থাক নবীন ! বড়-বোযের ইচ্ছে নয় এত শিগগির পুটিব বিযে দেয । নবীন । মানে, ছেড়ে থাকতে পারশন না, হা: হা: হা:, তা আর জানি নে । পেটের মেযের বাড়া আমি একটা কথা ? কথা বললাম : পাথ! হাতে হরিমতির প্রবেশ আগলি দেবতা । প্রণাম কক্লিযt চলয়। যাইতেছিল নীলাম্বর । তুই খবরটা একটু রাখিস নবীন । একদিন নয তোর সঙ্গে গিয়ে চুপি চুপি দেখে আসব। নবীন। যে আজ্ঞে । তবে তাড়াতাড়িই বা কী ? পবের ঘরে দিলেই পর হযে যাবেন । নবীনের প্রস্থান হরিমতি । কই দাদা পড় না ।