পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃশ্ব ] বিরাজ-বেী ఇచి রৌদ্রের দিকে চাহিয়া চিন্তিত নীলাম্বর একবার উঠিল, আবার বসিয়া পড়িল । বিরাজ প্রবেশ করিল। তাহার হাতে চার পৃষ্ঠার এক চিঠি ও একটি খাম । বিরাজ। তবু বাইরে বসে আছ ? হ্যা গা, আজই ত ডাকের দিন ? না, কালকে ? নীলাম্বর । আজ । বিরাজ । পুজো নিয়ে যাবে ঝি, অমনি চিঠিটা ফেলে দিয়ে আসবে। নীলাম্বর । কাকে লিখলে, অত বড় চিঠি ? বিরাজ। ছোটমামিমা কদিন হল চিঠি দিয়েছেন, তা জবাব দেবার কি ফুরসৎ পেয়েছি তোমার জন্তে। কাল রাত জেগে তাই লিখে দিলুম। নীলাম্বর । চার পাতা জুড়ে কী এত লিখলে ? দেখি । চিঠি লইয়া দেখিতে লাগিল, তাহার মুখে হাসির রেখা ফুটিল বিরাজ । তোমাকে অত দেখতে হবে না । নীলাম্বর । হু ! এ ত দেখছি সবই শীতলার ব্রত কথা । কেমন করে শুধু মাত্র তার আশীৰ্ব্বাদে এ বাড়িতে মরা বেঁচেছে, সি থের সিন্দুর হাতের নোয়া বজায় রয়ে গেছে, সেই কাহিনী । বিরাজ । হ্যা, বেশ । ওই আমাদের কাহিনী । দাও তুমি, আমার চিঠি দিয়ে দাও । চিঠি ফিরাইয়া লইয়া ভ"াজ করিতে লাগিল নীলাম্বর । ( এক মুহূৰ্ত্ত চুপ করিয়া থাকিয় ) একটি কথা রাখবে বিরাজ ? বিরাজ। কী কথা ? নীলাম্বর। যদি রাখ ত বলি । বিরাজ। রাখবার মতন হলেই রাখব। কী কথা ?