পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨ 8 বিরাজ-বেী [ প্রথম অঙ্ক নীলাম্বর । ( ক্ষণকাল নীরব থাকিয় ) না, বলে লাভ নেই বিরাজ, তুমি কথা.আমার রাখতে পারবে না । বিরাজ। হ্যা গা, ঠিকানাটা ঠিক লিখেছি ত ? নীলাম্বর । ইঁ্য । বিরাজ ফিরিয়া যাইতেছিল, কিন্তু ভিতরে ভিতরে কৌতুহল প্রবল হইয়া উঠিল। ফিরিয়া বলিল— বিরাজ । আচ্ছা বল, আমি কথা রাখব। - নীলাম্বল্প একটুখানি হাসিল, একটুখানি ইতস্ততঃ করিল, তার পর বলিল— নীলাম্বর । এই মাত্র মতি মোড়ল এসে আমার পা দুটো জড়িয়ে ধরেছিল। তার বিশ্বাস, আমার পায়ের ধূলো না পড়লে তার ছিমন্ত বাচবে না। আমাকে এখুনি একবার যেতে হবে। তাহার মুখপানে চাহিয়া বিরাজ স্তব্ধ হইয়া দাড়াইয়। রহিল। খানিক পরে বলিল— বিরাজ। ( গম্ভীর ভাবে ) এই রোগা দেহ নিয়ে তুমি যাবে ? নীলাম্বর। কী করব বিরাজ, কথা দিয়েছি। একটিবার যেতেই হবে । বিরাজ । কথা দিলে কেন ? নীলাম্বর চুপ করিয়া রহিল বিরাজ । (কঠিন স্বরে ) তুমি কি মনে কর তোমার প্রাণটা তোমার একলার ঐ ওতে কারও কিছু বলবার নেই ? তুমি যা ইচ্ছে তাই করতে পার ? নীলাম্বর কথাটা লঘু করিয়া কেলিবার জন্ত হাসিবার চেষ্টা করিল, কিন্তু স্ত্রীর মুখের পানে চাহিয়া তাহার হাসি আসিল না। সে কোন মতে বলিল— নীলাম্বর। কিন্তু তার কান্না দেখলে— বিরাজ । ( কথার মাঝখানে বলিয়া উঠিল ) ঠিক ত। তার কান্না দেখলে । কিন্তু আমার কান্না দেখবার লোক সংসারে আছে কি ?