পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃশ্ব ] বিরাজ-বেী 8.ግ জল পায়ে ঢালতেও আমার ঘেগ্ন করবে। যা, আঁচলে যে দশটাকার নোটটা বাধা আছে, ফিরিয়ে দিগে, দিয়ে দুঃখী মানুষ দুঃখু ধান্ধা করে খেগে যা । নিজে বয়েস কালে যা করেছিস, সে ত আর ফিরবে না, কিন্তু আর পাচজনের সর্বনাশ করতে যাস নে । স্বন্দরী কী একটা বলিতে গেল, কিন্তু তাহার জিভ মুখের মধ্যে আড়ষ্ট হইয়া রহিল মিথ্যে কথা বলে আর কী হবে ? এসব কথা আমি কাউকে বলব না । তোর আঁচলে বাধা নোট কোথা থেকে এল, সেকথা আমি আগে বুঝি নি, কিন্তু এখন সব বুঝতে পাচ্ছি। যা, আজ থেকে তোকে আমি জবাব দিলুম। ১ কাল আর আমার বাড়ি চুকিস নে । স্বন্দরী । ( অতি বিস্মিত হইযl ) ঢুকব না ? এ বাড়িতে আমি ঢুকব না—তুমি— সে আর বলিতে পারিল না, বিহবল বিমূঢ় ভাবে বসিয়া রহিল বিরাজ। তোর বিশ্বাস হচ্ছে না । তুই আমার বিযে দিয়ে এনেছিস, তুই পুটিকে মানুষ করেছিস, তুই আমার শাশুড়ির সঙ্গে তীর্থ করে এসেছিস, তুইও এ বাড়িরই একজন। ছিলি তাই, কিন্তু রইলি কোথায ? এ বাড়ির একজন হলে তুই একটা লম্পট বদমায়েসের টাকা থেযে তোর বাড়ির বড়-বেীকে—( নিজের উত্তেজনা দমন করিয়া লইয়া ) যাক। অনেক দুঃখে, অনেক ঘেগ্গায তোকে বিদেয় করছি সুন্দরি। छूहें यां, छूझे यां । সুন্দরী কাঠ হইয়া বসিয়া রহিল। বিরাজ ইাড়ীর ভিতর দেখিল, দেখিয়া ঘটি হইতে জল দিতে গেল, জল প্রায় নাই দেখিয়া অদূরস্থিত ঘড়া হইতে জল ঢালিয়া লইতে উগুত হই । কিন্তু ঘড়া কাত করিয়া, হঠাৎ নিবৃত্ত হইল ও ঘটি রাখিয়া দাড়াইয়া বলিল— না, তোর হাতের জল ছুলেও ওঁর অকল্যাণ হবে। তুই ঐ হাত