পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8br বিরাজ-বেী [ দ্বিতীয় অঙ্ক দিয়ে টাকা নিয়েছিস । না জেনে যতক্ষণ তোর জল নিয়েছি নিয়েছি, আর নয় । স্বন্দরী মাথা নিচু করিয়া বসিয়া রহিল। বিরাজ আর একটা প্রদীপ জালিয়া লইয়া একটা মাটির কলসী তুলিয়া লইয়া বাহির হইয়া গেল। এতক্ষণে যেন সুন্দরীর চেতনা হইল । বিরাজের প্রস্থানের পরক্ষণেই সে উঠিয়া দাড়াইল এবং ভীতস্বরে বলিল— সুনারী । ওমা, এই আঁধারে, নদীর ঘাটে—একলা— বলিতে বলিতে সে তাহাকে অমুসরণ করিয়া বাহির হইতেছিল, কিন্তু দ্বার পর্য্যস্ত আসিয়া থমকিয় দাড়াইল । সে বিমূঢ় হইয়া দাড়াইয়া আছে, কয়েক মূহূৰ্ত্ত পরে কথা কহিতে কহিতে নীলাম্বর প্রবেশ করিল নীলাম্বর । ( নেপথ্য হইতেই কথা সুরু করিয়াছে ) ভেবে দেখলুম বিরাজ, আমাদের–( ভিতরে ঢুকিয়া বিরাজ নাই দেখিয়া ) বিরাজ নেই এখানে ? কোথায় গেল ? হ্য। সুন্দরি ? স্বন্দরী মুখ ফিরাইয়া দাড়াইল । বিস্মিত নীলাম্বর পুনরায় প্রশ্ন করিল— এইখানেই ত ছিল, নারে ? গেল কোথায় ? জানিস ? কুমারী তথাপি নীরব। তারপর বিস্মিত নীলাম্বরকে স্তম্ভিত করিয়া দিয়া অকস্মাৎ চোখে কাপড় তুলিয়া দিয়া দ্রুতপদে বাহির হইয়া গেল। নীলাম্বর ইতস্ততঃ চাহিয়া বিস্মিত ভাবে বাহিরে চলিয়া গেল। একটু পরে জলের কলসী কাথে, প্রদীপ হাতে বিরাজ প্রবেশ করিল, পিছনে পিছনে নীলাম্বরও প্রবেশ করিল নীলাম্বর । ( বিস্মিত সুরে ) এর মানে কী বিরাজ ? বিরাজ নীরবে কলসী ও প্রদীপ নামাইয়া রাখিয়া হাতের বাতাস দিয়া প্রদীপ নিবাইল তুমি জল আনতে গিয়েছিলে ? এত রাত্তিরে ?